পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আণবিক ক্রিয়া । ۹و পদার্থের অণুতে অসবর্ণ ও অসদৃশ ভূতের পরিবর্তে সবর্ণ ও সদৃশ ভূতের সংস্থান থাকে। আণবিক কিয়— পদার্থ সমূহের এখন আমরা যে আনল ও বি*"। সকল গুণ দেখিতে পাই, তাহারকিছুই থাকিত না যদি উপকরণের ভূত সকল পরম্পরের উপর • নির্ভর না করিত ও সৰ্ব্বথা স্বতন্ত্র থাকিত ; তাহা হইলে না কঠিন পদার্থ থাকিত, না তরল পদার্থই থাকিত, সমস্ত ভূমণ্ডল কেবল-বায়বীয় হইয়া থাকিত,—না তাহাদের পরস্পরের মধ্যে কোন বাধাবাধি থাকিত, না তাহাদের কোন আকার প্রকার থাকিত—কেবল এক স্থিতিরোধকতা দ্বারা পরস্পর পরস্পরকে বাধা দিতে থাকিত, এই মাত্র । অতএব জড় পদার্থের ভূত সকল পারস্পরিক ক্রিয়া দ্বারা সম্বন্ধ। আকর্ষণও বিকর্ষণ শক্তি উহাদিগের মধ্যে কাৰ্য্য করিয়া উহাদিগকে পরস্পর হইতে নির্দিষ্ট পরিমাণ দূরে রাখিতেছে ; পদার্থদিগের আকার, গঠন ও প্রকৃতি নিরূপিত করিয়া দিতেছে। এই শক্তিদ্বয় আণবিক ক্রিয়া নামে খ্যাত ।