পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম। "לטי কঠিন পদার্থ উত্তাপকে আপনার মধ্যে প্রবেশ করিতে দেয় এবং সেই সঙ্গে তাহার আয়তন বৃদ্ধি প্রাপ্ত হয় ; মৃতরাং উহাদিগের অণু সকল পরস্পর সংশ্লিষ্ট থাকে না, কারণ, তাহ হইলে শীতল হইলে তাহারা পুনরায় সঙ্কুচিত হইত না। তবে এই বলিতে হইবে যে, উত্তাপের পরিমাণ অনুসারে উহারা আপনাদিগের আণবিক আকর্ষণ শক্তি এবং উহাদিগের মধ্যস্থিত সেই উত্তাপের বিকর্ষণ শক্তি (যাহা আয়তনকে ক্রমিকই বৰ্দ্ধিত করিতে ও অণুদিগকে ক্রমাগতই দূরে লইয়া যাইতে চাহে ), এই উভয় শক্তি দ্বারা এক এক সামঞ্জস্তধারা প্রস্তুত করিয়া লয়। কঠিন বস্তুর দৃঢ়তা, জমাটবদ্ধভাব, আঁকড়াইয়া থাকার ভাব এবং আর আর গুণ সকল, যাহা উত্তাপের সঙ্গে পরিবর্তিত হয়, উহারা আণবিক সাম্যভাবের ফলমাত্র। যে ভাব থাকিলে কাঠিন্য বলা যায়, তরল পদাথে অণুসকলের সেরূপ অচল ভাব থাকে না, উহার আপনাদিগের ভিতর চলিয়া বেড়ায় ; কিন্তু তাহাতে তাহাদের কতক পরিমাণে জমাটবদ্ধ ভাবের ব্যাঘাত