পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আণবিক ক্রিয়া అసె হয় না। যদি পাত্রের কাণায় বা পাতার আগায়ু এক ফোট জল ঝুলিয়া রহিয়াছে মনে করা যায়, সেই ফোটায় অণুর পরস্পরের উপর যে আকর্ষণ প্রয়োগ করে, তাহারই দ্বারা তাহার নীচের অৰ্দ্ধভাগ উপরের অৰ্দ্ধভাগে লাগিয়া থাকে । বাতাসে এবং বায়বীয় পদার্থে অণুসকলের আপনাদের মধ্যে আপেক্ষিক সচলতা আরো অধিক । তাহাদের বিশেষ লক্ষণ এই যে তাহাদের আকর্ষণী শক্তিকে অতিক্রম করিয়া তাহাদের অণু সকল অবিরত অধিকাধিক দূরে যাইতেই চেষ্টা করে, অধিকতর আয়তন ধারণ করিতে চায় । তাহাদের এক অনির্দিষ্ট প্রসারণ শক্তি আছে। যদি তাহাদিগকে দশ গুণ, শত গুণ বা সহস্ৰগুণ অধিকায়তন স্থানে বিস্তৃত হইতে দেওয়া যায়, তখনো তাহারা আরও প্রসারিত হইতে চেষ্টা করে এবং যে পাত্রের মধ্যে তাহারা থাকে, যে পাত্র তাহাদিগকে আবদ্ধ করিয়া রাখে, সেই পাত্রের পরদায় (গাত্রে) তাহারা চাপ প্রয়োগ করিতে থাকে।