পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম। विांशरीौष्व १iक्तांश्च এই চাপই তাহাদিগের প্রসারণ শক্তি তিৰীপত বা স্থিতিস্থাপক শক্তির পরিঃ - মাণ। এই চাপ সৰ্ব্বদাই আছে কিন্তু উল্লার } পরিমাণ অত্যন্ত বিভিন্ন। বাতাসকে যতই ংকুচিত করা যায়, যে পরিমাণে তাহার আয়তনকে ক্ষুদ্র করা যায়, যতই অপ্রশস্ত স্থানে তাহাধে ঠাসিয়া রাখা যায় ততই তাহার চাপ বা স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। বায়ুর পিচকিরি দ্বারা (১৬শ চিত্র) তাহা সপ্রমাণ হয়। বায়ুকে যত মুক্ত ভাবে আপনার আয়তন বৃদ্ধি করিতে ছাড়িয়া দেওয়া যায়, ততই তাহার চাপ ও স্থিতিস্থাপকতা কমিতে থাকে। পদার্থসমূহের অণু সমূহের স্থায়ী ভাব, লক্ষণ অটল ভাব কঠিন পদার্থের লক্ষণ; অণুসমূহের অপেক্ষাকৃত সচলভাব তরল পদার্থের লক্ষণ ; অণুসমূহের প্রসারণ মরুৎ পদার্থের লক্ষণ | * যাহা দ্বারা বস্তুর রচনাপ্রণালী পরিবর্তিত *. füü ।