পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শব্দবিজ্ঞান । ፃ » হয় না, প্রাকৃতিকবিজ্ঞানে কেবল সেই সকল আণবিক-ক্রিয়া সমালোচিত হয় ; যে সকল অণিবিক ক্রিয়া দ্বারা বিভিন্ন ভূতের যোগাযোগ নিয়মিত হয়, তাহারা রসায়ন বিজ্ঞানের বিষয় । শবদবিজ্ঞান । শব্দোৎপত্তি, শব্দ-বিস্তার ও শব্দ-বোধ সম্বন্ধে যাহা কিছু বলা যাইবে, সকলই শব্দবিজ্ঞানের অন্তবৰ্ত্তী । পলোৎপত্তিতে ব্যবধান শব্দশীল বস্তুমাত্রই বাতাসে, অথবা আবিস্তক । সেই বস্তু ও আমাদের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানে যাতায়াত গতিবিধান করে। এই গতি কখন হেলনাকারে, কখন দোলনাকারে কখন বা প্রকম্পন এবং কুখন বা স্পন্দনাকারে হইয়া থাকে। পৰ খি এখানে যখন কোন বাদ্য যন্ত্রের তন্ত্রী অঙ্গুলিटंङ इब्र ? স্পর্শ দ্বারা প্রকম্পিত হয়, বাতাস ক্রমে পরে পরে তাহার সেই গতি প্রাপ্ত হয় ; বাতাস ঐ গতিকে আবার কর্ণপটহে সঞ্চারিত করে, কর্ণপটহ উহাকে শ্রবণ-স্নায়ুতে প্রচার করে। এইরূপে