পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শব্দবিজ্ঞান । "○ র্থের প্রকম্পন-প্রসারের উপর নির্ভর করে। মন্দ স্পন্দনের সহিত মন্দ্রস্বর ও দ্রুত স্পন্দনের সহিত তারস্বরের সমাবেশ হয়। মধ্য স্বরগ্রামের ধী স্বর (Diapason) মুহুর্তে ৮৭০ বার একুধাস্পন্দনের সমতুল্য (একধাস্পন্দন বলিতে প্রত্যাবর্তন বিনা কেবল গমনকেই বুঝায় f) আর, আর্গিনের (organ) সর্বাপেক্ষ খাদের স্বরে ৬৪টা একধাস্পন্দন মাত্র হয়। মমুস্থ্যের খাদস্বরে ৩৯৬ এবং শিশুর চীৎকারে মুহূৰ্ত্তে ২০০০ অপেক্ষাও অধিক একধা-স্পন্দন হয় । শমনের অনুভৱ শব্দায়মান পদার্থের স্পন্দন নানা পুণালী। প্রকারে বোধগম্য হয় । একটা ঘণ্টা বা যে কোন শব্দায়মান কঠিন পদার্থ হউক, তাঁহাকে অঙ্গুলি দ্বারা অত্যন্ত লঘুভাবে স্পর্শ করিলে এক প্রকার কম্পন-বিশেষ উপলব্ধ হয় এবং উহাকে চাপিলেই কম্পন ও ধ্বনি উভয়ই এককালে থামিয়া যায় । ম্পন্ন-তরঙ্গের যদি পায়াবিশিষ্ট ও অৰ্দ্ধজল বা " পারদপূর্ণ কাচপাত্রের মুখে বাদ্য