পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম ।

যন্ত্রের ধনুক দিয়া টানা যায়, , - তাহা হইলে বিশেষ নিয়মানুসারে ? - , কখন মন্দ্রতর, কখন তারতর ধ্বনি : . কর্ণগোচর হয়। আবার সেইক্ষণে তরল পদার্থের উপরিভাগ ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ বা আন্দোলন দ্বার - ---

, '-'. . লাঙ্গলপ্রদ্ধতির ভাব ধারণ করে। ..." এই আন্দোলন নেমিদেশ হইতে \ নাভিবিন্দুতে প্রচারিত হয়। এই - তরঙ্গমালা এক রকমে ঐ কাচ- - A श्राप्खद्र •अन्नन-#ाझे श्रांकिग्ना ` - দেয়। এইরূপে দেখিতে পাওয়৷ ১৭শ চিত্র। যায় যে স্পন্দনাংশ সমসংখ্যক অঙ্কবিশিষ্ট হয়—যেমন, ৪, ৬, ৮ ; এবং ঐ স্পন্দন-ঢেউ যত অধিক সংখ্যক হয়, ধ্বনি তত উচ্চ হয় । আকার, দ্রব্য ও শব্দগত প্রভেদ যাহাই থাকুক না কেন, এইরূপে স্পন্দনশীল পদার্থমাত্রই বহুতর তরঙ্গপরম্পরায় বিভক্ত হয়। এই তরঙ্গমালা বিশ্রাম