পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শব্দবিজ্ঞান · ዓፃ এমনিভাবে সম্পাদিত হয় যে, পাত এক পাশে উঠে আর এক পাশে নামে। এই দুই ভিন্নপ্রকার গতি গ্রন্থিরেখাঙ্কিত স্থানকে নির্দিষ্ট করিয়া দেয়। পরশমনের জড় পদার্থের বিষয়ে পুর্বে যাহা বিস্তৃতি । বলা হইয়াছে, তদ্বারা তাহার অভ্যস্তরস্থ গতি সাধারণরূপে বুঝিতে পারা যাইকে। কতকগুলি পরমাণুসমষ্টিকে দ্রব্য কহে। ঐ পরমাণু সকল পরস্পর পৃথক ও দূরে থাকিয়াও পরস্পরকে নিরন্তর চায় এবং তাহাদিগের পারস্পরিক ক্রিয়া দ্বারা সাম্যভাবে অবস্থান করে। ঐ দ্রব্যের অতি ক্ষুদ্রতম অংশও চাপ পাইলে তাহ তৎক্ষণাৎ সেই চাপকে আপ'নার চতুর্দিকে প্রসারিত করিয়া দেয় ; চতুৰ্দ্দিকস্থ অংশ ‘সক আবার উহাকে আপনাদিগের চতুর্দিকে বিস্তারিত করে এবং এইরূপে ঐ চাপ ক্রমে ক্রমে দ্রব্যের সীমা পৰ্য্যন্ত চলিয় আসে। কিন্তু ঐ দ্রব্যটা শূন্থের মধ্যে পৃথগবস্থিত নাই ; ইহা অন্যান্য আশ্রয়, অন্যান্য জুড় পদার্থরাশি অবলম্বন করিয়া থাকে, স্বতরাং তাহারাও ইহার পারমাণবিক গতির অংশী হয়।