পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশীয় প্রাকৃত ধর্ম। ఎ రి হইয়াছে, তাহ বিবেচনা করিয়া দেখিলে অনায়াসেই বোধ হইবে, যে দেশের ঢালুতানুসারে তাহার উষ্ণতার, তথা প্রাকৃত-ধৰ্ম্মের, ভেদ হইতে পারে। যে দেশ পূৰ্ব্বদিগে চালু তাহাতে অধিক রৌদ্র নিপতিত হয়, সুতরা তাহার উষ্ণতা অধিক ; পশ্চিমদিগে চালু দেশে রৌদ্র প্রখর হয় না, সুতরা^ গ্রীষ্মের অল্পতা ঘটে । এই প্রযুক্ত আল্পনামক পৰ্ব্বতের উভয়-পাশ্বস্থ ভূমি সমোচ্চ হইলেও যে সময়ে এক পাশ্বে দ্রাহ্মণ ও সেব ফল ফলে, তৎকালে অপর পাশ্ব সৰ্ব্বত্র হিমশিলায় মণ্ডিত থাকে। ৫ । পৰ্ব্বতদ্বারা দুেশীয়-প্রাকৃত-ধৰ্ম্মের অনেক প্রকার অন্যথা হয় । उच्चाङ्ग"नाष्ट्रङ् বাক্ষপ আকৃষ্ট হইয় প্রভূতবৃষ্টিরুপে পৰ্ব্বতমূলস্থ-দেশোপরি নিপতিত হয়। তাহার বাধায় বায়ুর গতির অন্যথা করে, ও উত্তাপকে প্রতিবিস্থিত হইয়া দূরে যাইতে নিবারণ করিয়া উষ্ণতার বৃদ্ধি করে । এই প্রযুক্তই উপত্যকায় বৃষ্টি ও গ্রীষ্ম অধিক এব^ ঝড়ের অল্পতা । রুমিয়া ও সিবিরিয়া দেশের উত্তরে কোন পৰ্ব্বতশ্রেণী না থাকাতে হিমমণ্ডলের প্রথরশৗতবায়ু আসিয়া ঐ সকল-দেশে যে প্রকার শীতের বৃদ্ধি করে, ঐ সকল-দেশের সমসূত্রে স্থিত অন্য-দেশে তদ্রুপ ভয়ঙ্কর শীত কদাপি অনুভূত হয় না। ৬। মৃত্তিকা সৰ্ব্বত্র তুল্য নহে; কোন মৃত্তিকা প্রচুর-বালুকাবিশিষ্ট, তাহাতে বৃষ্টির জল পড়িলেই শোষিত হইয়া পৃথ্বী-গর্ভে চলিয়া যায়, ও তাহ রৌদ্রে অতি শীঘু উত্তপ্ত হইয়া তত্ৰত্য বায়ু উষ্ণ করে। আফরিকা দেশের বালুকক্ষেত্রই তথাকার ভয়ানক উষ্ণতার