পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃষ্টির বিবরণ। > o. b করিতে হইলে বিস্ময়াপন্ন হইতে হয়। অনুমিত হইয়াছে, প্রতিবর্ষে ९,०6,९०,००,००,००,००० मूड़े শঙ্কু *४3 निথৰ্ব্ব দুই খৰ্ব্ব মন জল আকাশহইতে বৃষ্ট হইয়া পৃথিব্যুপরি নিপতিত হয়, এতদ্ভিন্ন কোটি ২ মন জল হিমশিশির-শিলা-কোয়াসা-প্রভৃতি নানাবয়বে আকাশহইতে পড়িয়া থাকে ; তৎসমুদায়ের আদিকারণ বাপ। আদৌ ভূমিহইতে আকাশে বাপরুপে জল না উঠিলে তাহার কিছুমাত্র উৎপন্ন হইবার সম্ভাবনা নাই। অতএব ইহা স্লন্ট প্রতীত হইতেছে যে প্রত্যহ পৃথিবীহই(5 ) 0, 0 0 0 0 0 0 0 0.6 శా নিখৰ্ব্ব মন, তথা প্রতি-ঘণ্টায় ৪১,৬৬,৬৬, ৬.৬৬ একচাল্লিশ কোটি ছেষট্টি লক্ষ ছেষট্টি সহ ছয় শত ছেমট্রি মন জল বাপ হইয়। উঠিয থাকে ; তদ্ভিন্ন নিয়মিত-পরিমাণে বৃষ্টি হইত না । এই বিস্ময়জনক পরিমিত-জলের কিয়দ°Nশ প্রাণিদিগের প্রশ্বাসহক্টতে তথা বৃক্ষাদির পত্ৰহষ্টতে * ও দগ্ধ-হওনসময়ে কাষ্ঠাদিহক্টতে নিৰ্গত হয়, অবশিষ্ট জল রৌদ্রদ্বারা আকর্ষিত হইয়া থাকে । হিম-শিশির-বর্ষাদি আকাশাগত বারিমাত্রের কারণ_ বাফপ ; তভিন্ন তাহার কিছুই উৎপন্ন হয় না, সুতরাণ যে সকল কারণে বাম্পের বৃদ্ধি হয় তাহাতে কৃষ্ট্যাদিরও অাধিক্য হয়। ঐ বাপ আবৃত-স্থানাপেক্ষায় অনাবৃত-স্থানে অধিক জন্মে, ও যে জল বাপ হইবে, তচ্চতুদিগবৰ্ত্তি বায়ু

  • বৃক্ষদিগের ও নিশ্বাস প্রশ্বাস আছে তাহ পত্রদ্বারা অন্তর্গত ও বহির্গত হয় ; এবং প্রশ্বসন-সময়ে বায়ুর সহিত কিঞ্চিং বাষপ নির্গত হইয়া থাকে।