পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃষ্টির বিবরণ । У o О যে গভীরতা হইতে পারে, উল্লেখিত বৃষ্টিমান-যন্ত্রে তাহ। অনায়াসে নিরূপিত হয়। এই প্রকার বাষপমান-মন্ত্রও প্রসিদ্ধ আছে, তদ্বারা যে পরিমিত জল বাষপরূপে পরিণত হয়, তাহার গভীরতা নিরূপণ করা যায়। কোন স্থানে ২৫ কি ৩০ বুরুল বৃষ্টি হইয়াছে বলিলে ঐ যন্ত্ররীত্যনুসারে এই জ্ঞাতব্য যে উক্ত স্থানে যে বৃষ্টি পড়িয়াছে তাহার জল মৃত্তিকাদ্বারা শোষিত বা নদীদ্বারা প্রবাহিত বা তড়াগাদিতে সঙ্গহিত না হইলে, তৎস্থানের সৰ্ব্বত্র ২৫ কি ৩০ বুরুল গভীর হইয়া সঙ্গহিত থাকিত । ৩০ বুরুল বাপ হইয়াছে, বলিলে ৩০ বুরুল গভীর জল বাপরুপে পরিণত হইয়াছে, ইহাই জ্ঞাতব্য। শীতকালে বায়ু অত্যন্ত শুষ্ক থাকে ; এই প্রযুক্ত তৎকালে প্রচুর বাস্প জন্মিয় থাকে ; গ্রীষ্ম-বায়ুর উষ্ণতায়ও অধিক বাফপ হওনের উপায় হয় ; কিন্তু তৎকালিক বায়ুকে শীতকালজাত বাপ সিক্ত রাথিয়া ততোধিক বাপ হইতে দেয় না, এই কারণবশতঃ শীতকালে যে পরিমাণে তড়াগাদি শুষ্ক হয়, গ্রীষ্মে ততোধিক হয় না। পরে শীত ও গ্রীষ্ম উভয়-ঋতুজাত বাক্ষেপ বায়ু পূর্ণসিক্ত হইলে বাপহওন-কাৰ্য্য প্রায়ঃ স্থগিত হয়, ও বায়ু-মিশ্রিত বাপ বৃষ্টিরূপে পড়িতে আরম্ভ করে । যে স্থানহইতে যে পরিমাণে বাক্ষপ উত্থান করে তথায় তদনুরূপ বৃষ্টি নিপতিত হয় ; সুতরা^ গ্রীষ্মমণ্ডলে যে পরিমাণে বৃষ্টি হয়, সমমণ্ডলে তাদৃশ হয় না, ও সমমণ্ডলের বৃষ্টি হিমমণ্ডলের বৃষ্টিহইতে অনেক অধিক । অনুমিত হইয়াছে, গ্রীষ্মমণ্ডলে গড়ে প্রতিবর্ষে ৮০ বুরুল গভীর