পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S $ 3. প্রাকৃতভূগোল । থাকে, তথায় বর্ষে ঐ অল্পকাল মাত্র জল জমিয়া থাকে। গ্রীষ্মমণ্ডলে শীতের লাঘব, তথা জল জমিবার অসম্ভাবনা । কলিকাতায় অত্যন্ত শীতের সময়েও বায়ুর উষ্ণতা ৫০ তাপা^শের ন্যন হয় না, সুতরাণ এখানে কদাপি তুষার নিপতিত হয় না, এবণ জল জমিয়া বরফ রূপ ধারণ করে না * । পৃথিবীর উত্তরস্থ সপ্তম অক্ষণণশের উভয়-পাশ্বে ক্রমশঃ যে প্রকার শীতের বৃদ্ধি হয়, সমভূমিহইতে উর্দুদেশেও সেই প্রবণর শৈত্যাপিক্য বোধ হয় ; ফলতঃ প্রাকৃত-ধৰ্ম্মবিষয়ে গ্রীষ্মমণ্ডলস্থ-পৰ্ব্বতের মূলভাগ গ্রীষ্মমণ্ডলবৎ, তদূৰ্দ্ধে কিয়দ৭শ সমমণ্ডলবৎ, ও তদৃদ্ধে হিম মণ্ডলবৎ । শস্যাদুJৎপত্তি, নীহার-পতন, কায়িক-সৌষ্ঠব, প্রভৃতি বিষয়ে পৃথিবীর মণ্ডল-ভেদে যে প্রকার ভেদ হয়, পৰ্ব্বতের উচ্চতানুসারেও সেই কার ভেদ ঘটিয়া থাকে। গ্রীষ্মমণ্ডলস্থ-পৰ্ব্বতের মূলভাগে বরফ জমে না, তদৃদ্ধে শীতকালে তুষার পড়ে, গ্রীষ্মে তুষার বা বরফ থাকে না ; তদূৰ্দ্ধে পৰ্ব্বতাগ্রভাগে চিরকাল তুষার ও -ফয়স্ক রক্তমান থাকে । সমমণ্ডলস্থ-পৰ্ব্বতের মূলভাগ সমমণ্ডলবৎ, তদূৰ্দ্ধে তুষার, হিমমণ্ডলস্থ-পৰ্ব্বতের সৰ্ব্বত্রই হিমবিশিষ্ট। কুমেরুবর্ষে ইরিবস-নামক দশ-সহসু-হস্তউচ্চ এক আমেয় পৰ্ব্বত আছে, তাহ মধ্যে ২ দ্রবীভূত

  • হুগলা-প্রদেশে অগভীর-মৃৎপাত্রে জল রাখিয়া শীতকালে লরফ প্রসস্তুত করার রীতি ছিল ; কিন্তু তাতাতে আমাদিগের উক্রির কোন বিরোধ ত ষ্টবে না ; কারণ ঐ বরফ প্রচ্ছত করণের প্রথী স্বতন্ত্র ; বায়ুর শীততা তাহার প্রধান কারণ নহে ।