পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> Y 8 প্রাকৃহ-ভূগোল । ঐ রেখাকে “চির মহার-সীম৷ ” শব্দে কহি। পৃথিবীর মণ্ডলভেদে ও পৰ্ব্বতভেদে ঐ সীমার স্থানভেদ হইয়া থাকে ৷ হিমালয়-পৰ্ব্বতের দক্ষিণ ভাগে ঐ সীমা দ্বাদশ সহসু হন্ত উচ্চে ও উত্তর ভাগে চতুৰ্দশ সহসু হস্ত উৰ্দ্ধে অবস্থিত। আল্পস্-পৰ্ব্বতে তাহ নব সহসু হস্ত উচ্চে ও উরাল-পৰ্ব্বতে পঞ্চ সহসু হস্ত উচ্চে স্থিত। পূৰ্ব্বোক্ত ইরিবস পৰ্ব্বতের মূলেই ঐ চিরনীহার সীমা স্থিত আছে। প্রস্তাবিত চিরনীহারসীমার নিম্নে চিরনীহারের বাহুস্বরূপ কোন ২ স্থানে বৃহদাকার নীহারের রাশি লম্বমান হষ্টয়া থাকে ; তাহা চিরনাহারবথ বার মাস দৃঢ় থাকে, কদাপি দুব হয় না। ঐ লম্বমান মাহারবাহুর ই-\রাজি নাম “গ্রাসিয়ন্ত্র”। বঙ্গভাষায় তাহাকে “চিরনাহারলাহু” শব্দে বিধান করিব। পৰ্ব্বতের ক্ষুদ্র উপত্যক মধ্যে বা দুই গণ্ডশৈলের মধ্যস্থ নিম্ন স্থানেই প্রস্তাবিত চিরনীহারবাহু বৰ্ত্তমান থাকে, সুতরা৯ ঐ নিম্ন স্থানের আকারানুসারে চিরনাহার বাহুর আকৃতির ভেদ হয় । কোন চিরনীহারবাহু আণ্ডাকার, কেহ দীর্ঘ-নদীবৎ, কেহ বা -ড্রাগ্রস্তু এই সৰ্ব্বপ্রকার চিরনীহারবাহুর উপরিভাগ বর্ভূল, এব^ ক্রমাগত তাহা অগ্রবত্তী হইতেছে। গ্রীষ্মকালে ঐ গতিদ্বারা প্রত্যহ চিরমীহারবাহু ২৩ হস্ত অগ্রসর হয়। শীতকালে ঐ গতির কিঞ্চিৎ হ্ৰাস হয় : কিন্তু কদাপি বিরাম হয় না। পরন্তু কোন ২ চিরমাহারবাহু ক্রমশঃ হ্রস্ব হইয়া লুপ্ত হইয়াছে, বিশেষতঃ যে সকল চিরনাহারবাহু অধিক ঢালু স্থানে স্থিত তাহ শীঘু বিনষ্ট হয়। পৰ্ব্বতপার্শ্ব অত্যন্ত ঢালু হইলে তা