পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > や প্রাকৃত ভূগোল । টের দ্বারে উপনীত হক্টলৈন । তথায় তাহাকে লোকে কহিল যে ঐ গিরি-সঙ্কট এক জন দানবের অধীন ; তাহার সম্মান রক্ষা করত নিন্তব্ধভাবে ঐ পাৰ্ব্বত্যপথদিয়া গমন করাই ভদ্র, নচেৎ ঐ দানব পৰ্ব্বতাকারবৃহৎ-হিমশিলা-প্রক্ষেপ-পূৰ্ব্বক সকলকে বিনষ্ট করিবেক । তিনি কহিলেন, “আমি রাজপুত্র, স্বয়ণ দেবতা, আমি কোন দানবের ভয় করিব ? রাজপুত্ৰ-শরীরে ভয় পদার্থ কদাপি বৰ্ত্তে না, এব°N আমিও জাতিধৰ্ম্ম নষ্ট করিবার পাত্র নহি ।” অপর ঐ অভিপ্রায়ানুসারে তোপ ও ডস্কাঞ্চৰনি কারতে ২ তিনি পাৰ্ব্বত্যপথ প্রবেশ করিলেন, এবণ অনতিবিলম্বে হিমশিলার পতনে সসৈন্য তন্মধ্যে প্রোথিত রহিলেন, এক ব্যক্তি ও প্রত্যাগমন করত তদ্বাৰ্ত্ত কহিতে জীবিত রহিল না। এই ঘটনাহইতে প্রস্তাবিত পৰ্ব্বতের নাম “হিন্দুকুশ ” অর্থাৎ হিন্দুহন্ত হইয়াছে । তিব্বত-দেশীয় পাপর্বত্যপথে এই প্রকার ঘটনা সৰ্ব্বদা ঘটিয়া থাকে ; এব° তত্ৰত্য লোকের তদ্বারা দানবের অস্তিত্ব প্রমাণ করে ; বস্তুতঃ পতনোন্মুখ হিম-শহু স্কুল শব্দের বেগে কল্পিত হঠয়াই পড়িয়া থাকে। কোন ২ স্থানে এই পতনশীল হিমশিলার এক ২ খণ্ড দুই তিন সহসু হস্ত বৃহৎ হইয়া থাকে, এব^ তাহার পতন-সময়ে পথি মধ্যে পৰ্ব্বতশিখরাদি যাহা কিছু উপস্থিত থাকে, তৎসমুদায় ভয় হইয় পড়ে এব^ তৎসময়ে ভয়ঙ্কর বজুবৎ শব্দ হইতে থাকে।