পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৰ্ব্বত-সৃষ্টির বিবরণ। o আছে ; এবণ ক্রমশঃ অপর অনেক দ্বীপ সমুদ্রহষ্টতে উত্থিত হইতেছে, ও কোন ২ দ্বীপ জলধিতে নিমগ্ন হইয় বিলুপ্ত হইতেছে। ভূগোলবেত্তার সপ্রমাণ করিয়াছেন, নূতন-গিনি নামক দ্বীপের পূৰ্ব্বে যে কতকগুলি ক্ষুদ্র ২ দ্বীপ শ্রেণিবদ্ধ হইয়া আছে, পূৰ্ব্বে তাহার পরল্পর মিলিত হইয়। বৃহৎ ২ দ্বীপাকারে ব্যক্ত ছিল ; সমুদ্রের আক্রমণে ছিন্নভিন্ন হইয় তাহার অধিকা^শ জলে নিমগ্ন হইয়াছে, এব°N অবশিষ্ট ভাগ ক্ষুদ্র ২ দ্বীপাকারে পরিণত হইয়াছে : ও ঐ ক্ষুদ্র দ্বীপবৃহও ক্রমশঃ জলে নিমগ্ন হইতেছে। পরন্তু ঐ রহস্য-ব্যাপারের বিবরণ পৰ্ব্বত-সৃষ্টির বিবরণ না জ্ঞাত হইলে স্লষ্ট বোধগম্য হইবে না, অতএব আদৌ পৰ্ব্বত-সৃষ্টির বিবরণ বক্তব্য। তৃতীয় প্রকরণ । পৰ্ব্বত-সৃষ্টির বিবরণ। ខ្ល 轟今I থিৰ কি প্রকারে সৃষ্ট হইয়াছে,এবণ তাহার 鬱 < *অন্তর্ভাগের পদার্থ ও অবস্থা কৗদৃশ, তাহা "x9" আমরা জ্ঞাত নহি । পৰ্ব্বত-শ্রেণির অবস্থা ও পদার্থের অনুসন্ধান দ্বারা প্রতীতি হয়, পৃথিবীর বৰ্ত্তমান-অবস্থার পূৰ্ব্বে পুনঃ ২ জলপ্লাবন ও অগ্নিসঞ্চার দ্বারা অণহার গাত্রোপরিভাগের সম্যক্ পরিবত্তন হইয়াছে। স^স্থত ভাষায় এই জলপ্লাবন ও অগ্নি-সঞ্চারকে “প্রলয় ”