পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবভেদ । Ꮌ Ꮗ☾ হইয়াছে, এব^ অধুনা তথাকার বনে বহুসংখ্যক অপালিত অশ্ব চরণ করিতেছে । আইসলণ্ড এব°N নরওয়ে-প্রদেশেও অনেক অশ্ব আছে, কিন্তু প্রথর-শীতক্রমে তাহারা থৰ্ব্বকায়, ও অন্য অশ্বহষ্টতে পৃথগভূত হইয়াছে। মনুষ্যহীন-দ্বীপে শূকর ও ছাগ প্রায়ঃ দৃষ্ট হয় না ; কিন্তু মনুষ্যের সমাগম হক্টলেই তৎক্ষণাৎ ঐ পশুদ্বয়েরও তথায় প্রচার হয় । সৰ্ব্বাপেক্ষায় বৃহৎকায়, সৰ্ব্বাপেক্ষায় ভীষণ ও সৰ্ব্বাপেক্ষায় বলবান পশু পৃথিবীর গ্রীষ্মমণ্ডলেই নিবাস করিয়া থাকে, পরন্তু প্রাচীন ও নুতন পৃথ্বীখণ্ডে তদ্বিষয়ে অনেক প্রভেদ আছে। প্রাচীন-পৃথ্বীখণ্ডের হস্তী, খড়গী, হিপাপোটেমস, উটু, জিরাফ, গোর প্রভৃতি পশুর সহিত তুলনা হইতে পারে এমত পশু নুতন-পৃথ্বীখণ্ডে কিছুই নাই। তত্ৰত সৰ্ব্বাপেক্ষায় বৃহৎ পশু বাইসন, তাহা এতদেশীয় মহিমের তুল্য নহে। তথাকার সিপাহব্যাঘাদিও প্রাচীনপৃথ্বীখণ্ডের তত্তৎপশুহইতে অনেক অধম। মনোহর হরিণ ও পবনবেগ কৃষ্ণসার প্রাচীন-পৃথ্বীর পশু । মনুষ্যের মহদুপকারি অশ্ব, গো, ছাগ, গৰ্দভ প্রভূতি পশুও ইল্পানীয়দিগের যাতায়াতের পূৰ্ব্বে নূতন-পৃথ্বীখণ্ডে প্রচরিত ছিল না। পশুদিগের এই-লক্ষণ-দৃষ্টে প্রাকৃত-ভূগোলবেত্তারা পৃথিবীকে কতকগুলিন জীব-প্রদেশে বিভক্ত করিয়াছেন ; ঐ প্রত্যেক প্রদেশের জীব অন্য-প্রদেশীয় জীবহক্টতে পৃথক, এব^ তাহার বিশেষ ২ লক্ষণ নির্দিষ্ট আছে। এই জীব-প্রদেশের প্রথম প্রদেশ হিমমণ্ডল ; তথাকার প্রধান পশু শুক্ল-ভল্লুক, হিম-শৃগাল, রাণ-হরিণ, এব^ সিন্ধু-ঘো