পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃত-ভূগোল। S 8 A মালায়ীন, অর্থাৎ মালায় কিম্বা মালাক দেশজাত মালাই বর্ণ। প্রিচার্ড লেদাম প্রভৃতি প্রসিদ্ধ সাহেবেরণ এই প্রধান পঞ্চবর্ণাতিরিক্ত কয়েক বর্ণ নিরুপিত করিয়াছেন ; কিন্তু এ স্থলে আমরা এই পঞ্চবর্ণেরই বর্ণন করিব। ১ । ক্লাকৃশ্যস। এই ব্যক্তি-সকলের মন্তক অণ্ডাকার, অতিসুন্দর ; ইহাদিগের ললাট বিস্তৃত ও সুদৃশ্য ; ইহাদিগের বদনের অবয়বও অতিসূৰ্যক্ত, এবণ সৰ্ব্বতোভাবে স্ব ২ মস্তকের যোগ্য । ইহাদিগের কায়িক বর্ণ তুল্য নহে। শুক্ল ও ঈষদ আলত্ত অবধি অতিঘোর-রঙ্গের ব্যক্তি পর্য্যন্ত নানাবণের মনুষ্য এই বর্ণমধ্যে আছে। ইহাদিগের কেশের ও চক্ষুর বর্ণও নানাপ্রকার । ইহাদিগকে কৃণকৃশ্যস কহিবার কারণ প্রাচীন ইতিহাসে ব্যক্ত অাছে যে ইহাদিগের আদিম জন্ম-স্থান কুকৃশ্যস পৰ্ব্বত , এব^ ঐ স্থানহইতে ইহারা সম্রতি পৃথিবীর সৰ্ব্বত্র ব্যাপিয়াছে। মনুষ্যমাত্রে অদ্যাবধি এই-পৰ্ব্বত-নিকটস্থ জর্জীয়া এব°N সকেশীয় দেশজ স্ত্রীপুরুষদিগকে সৰ্ব্বসুলক্ষণযুত ও সকল বর্ণহইতে অতিসুন্দর জ্ঞান করে । আসিরীয়, কালডীয়, ফিনিশীয়, ইয়াহুদ, মিসর-দেশীয়, পারসিক, গ্রীসীয়, রুমীণ, প্রভৃতি প্রায়ঃ সকল বিখ্যাত প্রাচীন বর্ণ এই বর্ণহইতে উদ্ভূত হইয়াছে ; এব^ এইক্ষণকার অাশিয়ার পশ্চিমাঞ্চলের প্রায়ঃ সকল বর্ণ ইউরোপের প্রায়ঃ সকল বর্ণ, এব° অমরিকাবাসি ইউরোপীয়দিগের সন্তান, ও হিন্দু-সকল এই বর্ণের শাখা। এই ক্লাকৃশ্যস বর্ণ সুন্দরাবয়ব, শ্রেষ্ঠবুদ্ধি ও উত্তমনীতি-বিষয়ে চিরকালাবধি বিখ্যাত অাছে ; এব°N