পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৰ্ব্বত-সৃষ্টির বিবরণ। } } নিম্ন স্থানের বিস্কৃতি। ঐ নিমু স্থান প্রশস্ত হইলে "উপত্যক,” ও সঙ্কীর্ণ হইলে “ পাৰ্ব্বত্য পথ” বা “গিরিসঙ্কট, ’’ শব্দে বিখ্যাত হয়। যে শক্তিদ্বারা পৃথিবীর স্থল ভাগকে উৎক্ষেপ করিয়া পৰ্ব্বতের সৃষ্টি করে তাহ সমুদ্র-গর্ভেও স্বীয় ক্ষমতা প্রকাশ করিয়া থাকে, এব^ তদ্বারা যে পৰ্ব্বতের উৎপত্তি হয় তাহ জলমধ্যে নিমগ্ন থাকিলে “ময়গিরি” শব্দে প্রসিদ্ধ হয়: এব০ তাহ জলহক্টতে উত্থিত হইলেই দ্বীপ-শব্দের বাচ্য হইয় উঠে। কোন ২ মগ্নগিরির অগ্রভাগে প্রবালকীটেরা আপন আবাস সংস্থাপন করে ; এব^ ক্রমশঃ তাহা বৃদ্ধি হইয়া জলসীমাহইতে উদ্বে উথিত হয়, তৎপরে জোয়ারদ্বারা তদুপরি মৃত্তিকার সংস্থাপন হষ্টলেষ্ট দ্বীপের সৃষ্টি হইল। ফলতঃ দ্বীপমাত্রেরই মূল পৰ্ব্বত, এব^ তাহা পৃথিবীর দেহস্থ পার্থিব-পদার্থের উৎক্ষেপণদ্বারা উৎপন্ন হয়। সমস্ত পৃথিবী কোন কালে জলে নিমগ্ন ছিল কি না তাহা আমরা উপস্থিত-প্রমাণ-দৃষ্টে নিঃস^শয়ে কহিতে প্রস্তুত নহি, পরন্তু হিমালয়ের শিখরন্থ-প্রস্তর-মধ্যে সমুদ্রজ-শস্থকের স্থিতি-দৃষ্টে ইহা অবশ্যই স্বীকার করিতে হইবে, হিমালয় কোন সময়ে সমুদ্রের গর্ভশারী ছিল ; পৃথিবীর কোন বিশেষ-শক্তিদ্বারা ইদানীন্তন সেই জল-শয্যাহক্টতে শির-উত্তোলন করিয়া গিরিরাজ পদ প্রাপ্ত হইয়াছে। প্রস্তাবিত শক্তি এক বার কি পুনঃ ২ চেষ্টায় হিমালয়কে উৎক্ষেপ করিয়াছিল ইহা নিশ্চয় করা হয় নাই। ভূ-তত্ত্বানুসন্ধায়িরা অনুমান করেন পুনঃ ২ চেষ্টায়ই এই বৃহৎ কার্য্য নিযপন্ন