পাতা:প্রাকৃত ভূগোল.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৰ্ব্বত-সৃষ্টির বিবরণ। S S) তত্ৰত আাণ্ডিস নামক পৰ্ব্বতশ্রেণী, উভয়েই উত্তর-দক্ষিণে দীঘ ; আসিয়া খণ্ড পূৰ্ব্ব-পশ্চিমে দীর্ঘ ও তত্ৰত্য হিমালয় ও আলতাই ও কুয়েনলন পৰ্ব্বত-শ্রেণী-সকলও তদনুরূপ। অস্থি মনুষ্য দেহের যে প্রকার অাপার, সেই প্রকার পৃথিবীর স্কুল ভাগের আধার পর্বত। প্রত্যেক দ্বীপের এক দেশে এক ২ পৰ্ব্বত বা পৰ্ব্বতশ্রেণী আছে ; ঐ দ্বীপের সমস্ত ভূমি প্রস্তাবিত পৰ্ব্বতের উপর নির্ভর করে। পৃথিবীর বৃহৎ ২ ভূমি-খণ্ড-সকল বহু দ্বীপের সমষ্টি , সুতরা^ তাহাতে সমুচিত পৰ্ব্বতেরও স্থিতি আছে। ঐ সকল পৰ্ব্ব তের কিয়দ৭শ ভূমি-খণ্ডকে ভগ্ন প্রাচীরবৎ বেষ্টন করে : আপ্ত বোধ হয় যেন ঐ পৰ্ব্বত ভূমি-প্লাবনকারী সমুদ্রকে নিবারণ করণার্থে স্থাপিত হইয়াছে। বৃহৎ-ভূমি-খণ্ডের বেষ্টনকারী পৰ্ব্বতকে আমরা ভগ্ন-প্রাচীরের সহিত তুলনা করিলাম, কারণ তাহার সৰ্ব্বত্র সমোচ্চ নহে ; অনেক স্থানে বিচ্ছেদ আছে ; ঐ স্থানে ২ বিচ্ছেদ না থাকিলে নদী-সকলের জল-নিগমনের উপায় থাকিত না | ক্ষেীণী-বিদ্যায় বিশারদ মহাশয়েরা নিরূপণ করিয়াছেন যে সকল ৪ পৰ্ব্বতশ্রেণী সৰ্ব্বাণংশ সমদূরে অবস্থিতি করে তাহার সমকালে উৎপন্ন হতীয়াছে, ও তাহার পদার্থও সমতুল্য। এই নিয়মম্বারা ভূমণ্ডলের প্রাচীন বৃত্তান্ত অনায়াসে নিরূপণ হইয়া থাকে। সমান্তরাল-পৰ্ব্বত-শ্রেণিদ্বয় শত ক্রোশ অন্তরে স্থিত হইলেও তাহাদের পরল্পর সমুথবৰ্ত্তি উচ্চ ও নিম্ন স্থান এতাদৃশ বোধ হয় যেন এক পৰ্ব্বত ভগ্ন হইয়া দুই স্থানে স্থাপিত হইয়াছে, ও উভয়কে নিকটে আনিলে মিলিত হইয়া ঐক্য হইতে পারে।