পাতা:প্রাকৃত ভূগোল.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏱᎭ প্রাকৃত-ভূগোল । শীয় লোকেরণ তাহার ভয়ঙ্কর স্বভাব জ্ঞাত নহেন। দক্ষিণ আমরিকা এই পার্থিবোৎপাত বিষয়ে বিখ্যাত। তথায় ভূমি প্রায়ঃ মধ্যে ২ কমিত হইয়া থাকে, এব° তদ্বারা মনুষ্যের অপৰ্য্যাপ্ত অনিষ্টও ঘটিয়া থাকে। সেই আপদ কালীন পৃথিবীর অন্তর্ভাগে ভয়ঙ্কর ধ্বনি হইতে থাকে ; প্রাচীরসকল বিদীর্ণ হঠতে থাকে, গৃহ-ছাদ ভগ্ন হষ্টয় পড়ে। পশু-সকল ভয়ে কল্পিত-কলেবর—পদ বিস্তুত করিয়া রক্ষা পাইবার চেষ্টা করে । বিহঙ্গম-সকলে আকাশে উড়ডীন হয় ; মনুষ্য-সকল গৃহাদি-সৰ্ব্বস্ব-পরিত্যাগপূৰ্ব্বক ক্ষেত্রে শয়ন করিয়াও স্থৈৰ্য্য প্রাপ্ত হয় না ; পাছে পৃথিবীর কমনে বিলুচিত হয়, এজন্য পরল্পরে হস্ত ধারণ করিয়া থাকে ; পরন্তু তাহাতেও নিস্কৃতি নাই ; সমুদ্র ক্ষণৈকের নিমিত্ত তটহক্টতে বহু-দূরে অপসরণ করে, কিন্তু পর ক্ষণেই স্ফীত হইয়া অতি বেগে ভূভাগোপর ধাবমান হয়, এবণ সমূথে যে কোন পদার্থ পড়ে সকলি ভাসিয়া যায়। কোন ২ সময়ে ঐ সমুদুতরঙ্গ ৩০ বা ৪০ হস্তু উৰ্দ্ধে গৃহ-প্রাচীরবৎ উত্থিত হইয় ক্ষেত্রে শয়িতজনগণোপরি নিপতিত হয় । স°Nবৎ ১৮২৯ অব্দে এক্সদ্রুপ ক্ষেীণুৎপাতে আমরিকা-দেশের গোয়াটিমালা নগর উৎসন্ন হইয়াছিল । ১৮৬৮ স°Nবৎসরে তত্ৰত কারাকাস্ নগর দ্বাদশ-সহসু-প্রজা-সহিত ঐ আপৎকর্তৃক বিনষ্ট হয় । ১৮৫৯ বষে কুষ্টটো ও রিওবাম্বা নগর ৪০,০০০ মনুষ্য-সহিত উক্ত কারণে এককালে ভূমিসম হইয়াছিল। লাইসা-নগর ভূমিকম্নদ্বারা পঞ্চাশৎ-বৎসর-মধ্যে দুই বার বিনষ্ট হয়। দক্ষিণ-আমেরিকার কালাও, আকু