१ ९ প্রাকৃতভূগোল । ভূমিকম্নের স্থিতি-কাল অত্যন্ন ; বিশেষতঃ ভূমিকম্ন যত প্রবল, তাহার স্থিতি ততই অল্প হয়। অত্যন্ত ভয়স্কর কমন এক বিপল-কালের মধ্যেই সমাপ্ত হয়। কারাকাস-প্রদেশে যে ভীষণ ভূমিকম্ন হষ্টয়াছিল, যাহাতে ঐ সমস্ত প্রদেশ বিনষ্ট হয়, তাহার স্থিতিকাল দুই পলমাত্র ; তন্মধ্যে ভূমি তিন বার কল্পিত হইয়াছিল ; তাহার এক ২ বারের কমন ৫৬ বিপল-কাল-স্থায়ি। কোন ২ স্থলে ভূমি কিয়ৎকাল আস্তুে ২ বিচলিত হইয়া পরে একবার অতি সবলে কল্পিত হয়। পরন্তু অত্যন্ত অনিষ্টকর ভূমিকম্ন এক কালেই ঘটিয়া থাকে ; তৎপূৰ্ব্বে প্রায়ঃ কোন স্বল্প কল্পন হয় না । পূৰ্ব্বেই উক্ত হইয়াছে ভূমির কল্পন-সময়ে পৃথিবীমধ্যে গভীর ধ্বনি হঠয়া থাকে । উক্ত ধ্বনি প্রস্তরময়-পথ " দিয়া কামানের শকট গেলে যে প্রকার শব্দ হয়, তদ্বৎ, অথবা মেঘের গৰ্জ্জনৰৎ, কিম্বা দূরাগত কামান-ধ্বনির ন্যায় বোধ হয়। তাহ ভূমি-কল্পনের নিয়তানুবৰ্ত্তি নহে ; কারণ কোন ২ ভূমিকম্ন-সময়ে ঐ শব্দ শ্রুত হয় না। যে ভূমিকম্নদ্বারা রিওবাম্বা-নগর উৎসন্ন হইয়াছিল তৎসহ কোন ধ্বনি কর্ণগোচর হয় নাই । অপর, কোন ২ স্থানে পৃথিবীর গর্ভে পুনঃ ২ অতি ভীমনাদ আকর্ণিত হইয়াছে, অথচ তৎসহ কোন ভূমিকম্নের অনুভব হয় নাই। মেক্লিকো-দেশে গোয়ালাক্লোয়াটো নগরে ক্রমাগত এক মাস পৃথ্বী-গর্ভে বজুবৎ শব্দ হইয়াছিল; অথচ তথায় বা তত্ৰত খনির গর্ভ-মধ্যে ১০৬৪ হস্ত নিম্নে কোন কল্পন ঘটে নাই। অনুসন্ধানদ্বারা সপ্রমাণ হইয়াছে, ভূমি
পাতা:প্রাকৃত ভূগোল.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।