পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্নেয়-গিরি। & ፃ সকল আগ্নেয় পৰ্ব্বত এক প্রকার পদার্থ উদীরণ করে না । কোন ২ পৰ্ব্বতে কেবল উষ্ণ জল নিগত হয় ; কোন পৰ্ব্বত হইতে কেবল কদম উৎক্ষিপ্ত হয় । জাবা-দ্বীপে এক স্থান আছে, তাহা আতি আশ্চর্য্য। তথায় এক বিস্কৃত ক্ষেত্র মধ্যে ক্ষণে ২ প্রভূত পূম ং নির্গত হয় ; ও তৎপরেই দূরাগত-মেঘ-গৰ্জ্জনবৎ ধ্বনি আকর্ণিত হয়, ও ধূম নিগমনের গম্বুরহষ্টতে ৩২-হস্তপরিধি-পরিামত অদ্ধ-গোলাকার এক কদম-পিণ্ড ২০ ২৫ হস্ত উৰ্দ্ধে ধীরে ২ উত্থিত হওত কিঞ্চিৎ ধ্বনি করণপূৰ্ব্বক প্রস্ফুট হইয়া চতুদিগে কৃষ্ণবর্ণ কদম নিক্ষেপ করে । এই কদম বর্ষণ ১০|১৫ বিপল কাল অন্তরে ক্রমাগত ঘটিতেছে ; কদাপি বিশ্রান্ত হয় Aনাই । অন্য কালাপেক্ষায় বর্ষাকালে এক্ট কদম উৎক্ষেপণ প্রকৃষ্টরূপে হইয়া থাকে। ঐ মৃত্তিক কিঞ্চিৎ উষ্ণ বোধ হয়, এবণ উক্ত স্থানের অতিদূর পর্য্যন্ত গন্ধকের গন্ধে পরিপূর্ণ। তত্ৰত্য জল অত্যন্ত লবণাক্ত। আমরিকা-খণ্ডের কোন ২ আগ্নেয় পৰ্ব্বতহষ্টতে ঝামা, গন্ধক, কয়লা এব^ কদাপি জীবিত মৎস্য উৎক্ষিপ্ত হইয়াছে। , লবণ, নিশাদল এব^ সোহাগাও আগ্নেয় গিরিহইতে উৎপন্ন হষ্টয়া থাকে । পূৰ্ব্বোক্ত পদার্থ-সকল কি পরিমাণে নির্গত হয় তাহার অনুভব করিতে হইলে বিস্ময়াপন্ন হইতে হয় । ১৫৯৪ স^বৎসরে দ্রবীভূত প্রস্তর বর্ষণদ্বারা তিন দিবসের মধ্যে ৩২০ হস্ত উচ্চ ও ৫৫৮০ হস্ত-পরিধি-পরিমিত এক পৰ্ব্বত উৎপন্ন হইয়াছিল। ১১২০ হস্ত উচ্চ জরুলো পৰ্ব্ব