পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ প্রাকৃত-ভূগোল । ল্পষ্ট প্রতীতি হয়। ভাগীরথীর গন্তে অহরহঃ চর উৎপন্ন হইতেছে। কলিকাতার সম্মুখস্থ শিবপুরের চর পঞ্চান্ন বৎসর মধ্যে উৎপন্ন হইয়াছে । অন্যান্য অনেক চরও এতদ্রুপ অল্পকালসমৃত । গঙ্গাসাগর-সঙ্গমে তথা মেগনা ব্ৰহ্মপুত্ৰাদি নদীর সাগর-সঙ্গমে দ্বীপ-সকল এই প্রকারে উৎপন্ন হইয়া থাকে। ভূতত্ত্বানুসন্ধায়িরা কহেন বঙ্গদেশের দক্ষিণ-ভাগস্থ-সমস্ত স্থল এই প্রকারে উদ্ভব হইয়াছে । সে কথা অপ্রমাণ নহে । ভাগীরথী-তটস্থ গ্রামাদির নামেতেই তাহার প্রসঙ্গ আছে। শুখসাগর (শুষ্ক সাগর), চাকদ (চক্রদ্বীপ বা চক্রাকার দহ), নদীয়া (নবদ্বীপ), অগ্রদ্বীপ, ডুমুরদহ, নলদী (নলদ্বীপ), নলডাঙ্গা, ভোলাডাঙ্গা, হাসথালা, গোয়াখাল, প্রভৃতি নগর-সকল নব্য সমৃত, ইহা সাগর, দ্বীপ, দহ, - থাল, ডাঙ্গা শব্দেই ব্যক্ত হইতেছে । নবদ্বীপ প্রথম চর, পরে দ্বীপরূপে সমৃত, তদনন্তর নদীত্বটের এক ভাগে স^লম হয় । কিন্তু তৎপরে নদীর একা^শে ক্রমাগত অবস্থান করে নাই । ভাগীরথী কদাপি তাহার পূৰ্ব্ব কথন বা পশ্চিম পাশ্ব দিয়া প্রবাহিত হইয়া থাকে। অন্যান্য স্থান সম্বন্ধেও এই নিয়ম সপ্রমাণ হইতে পারে। অপর এতদেশ নূতন সমৃত তদ্বিষয়ে এতদেশের মৃত্তিক । এক বলবৎ প্রমাণ । সপ্তদশ বৎসর হইল তাহা আশ্চর্য্যরূপে প্রমাণীকৃত হইয়াছিল। কলিকাতার অধঃস্থ মৃত্তিকা কীদূশ এব^ তাহার কত নিম্নে জল পাওয়া যাইতে পারে নিরূপণ-করণার্থে ১২৪৪ বঙ্গাব্দে ই-\রাজ রাজপুরুষদিগের অনুজ্ঞায় বোমা নামক যন্ত্রদ্বারা উইলিয়ম