পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꮟ~ প্রাকৃষ্ণ-ভূগোল । গর্ভ তাঙ্গাদের চতুদিগনৰ্ত্তি স্থানহইতে অনেক উচ্চ । হলগু-দেশে রী ও মিউস্ নদীও এই প্রকার উচ্চ । কিয়দ৭শে এক্ট ঘটনা নিবারণার্থে এক স্বভাব-সিদ্ধ উপায় আছে । তদ্বিশেস এই । ইহা অনায়াসেই অনুভূত হইতে পারে যে নদীর গর্ভ পূর্ণ হইলে বর্ষাকালে তাহার জল তট উৎক্রমণ করত উভয়-পাশস্থ দেশ প্লাবিত করিবে, এব^ প্রত্যক্ষ দৃষ্ট হইতেছে দামোদর নীল ও অন্যান্য নদ ও নদী এই প্রকারে বসে ২ তন্নিকটবৰ্ত্তি দেশ-সকল প্লাবিত করিয়া থাকে । সামান্য কথায় এই জলপ্লালনকে “ বন্ন্যা ” শব্দে কহে। ঐ বন্ন্যায় স্থলভাগে ঘে জল উথিত হয়, তাহা সূক্ষ্ম মৃত্তিক ও বালুকায় পরিপূর্ণ। স্থলে উঠিয়া ঐ জল শুষ্ক হক্টলেস্ট মৃত্তিকা ও বালুক ভূমৃ্যপার জাময় যায়, সুতরা^ তজ্জন্য ঐ ভূমির উচ্চতা বৃদ্ধি করে । নীলনদীর বন্ন্যাদ্বারা কয়রে-নগরের চতুর্মুদগৰ্বন্তি স্থান ২ হস্ত উচ্চ হক্টয়াছে। পরন্তু নদীর গভ মে প্রকার সত্বরে পূর্ণ হয়, বন্ন্যার জলে তন্নিকটবৰ্ত্তি স্থান তত শীঘু উচ্চ হয় না। অপর যে সকল নদীতে বন্ন্যা আণ সে তত্ৰত্য লোকেরণ ঐ বন্ন্যাহষ্টতে রক্ষণ পাইবার নিমিত্ত নদীর উভয় পার্শ্বে বাধ দিয়া থাকে। সেঈ বাধ কিয়ৎকাল বন্ন্যা নিবারণ করে ; কিন্তু ঐ কারণ বশতঃ বন্ন্যাদ্ধারণ যে মৃত্তিক ভূমিতে উঠিত তাহা নদীগর্ভে থাকয়া ত্বরায় তাহ পূর্ণ করিয়া ফেলে, তাহাই সন্ন্য ঘটিবার উপায় বুদ্ধি করে । দামোদর নদেতে এই প্রকার বাধ থাকাতেই তাহা স্থত্যন্ত ভয়ঙ্কর হইয়াছে, এস" বর্ষে ২ বন্নাদ্বারা ঐ