পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@之 প্রাকৃত-ভূগোল । হতীয় অবস্থান করে। ঐ বরফ নানা তা বয়পে দৃষ্ট হয়। কোন স্থানে তাহ শত ২ ক্রোশ বিস্তীর্ণ তৃণক্ষেত্রের ন্যায় বোধ হয়, কুত্ৰাপি বা অতি উচ্চ দ্বীপের ন্যায় অবস্থান করিতেছে, অপর কোথায় বা খণ্ড ২ হক্টর জলে ভালমান হষ্টয়া রহিয়াছে | জল অপেক্ষণয বরফ লঘু, তাতএব তাহা জলে ভাসিয়া থাকে, কদাপি নিমগ্ন হয় না। তপর তাহার মস্য দিয়া শীত প্রবিষ্ট হইতে পারে না ; এক্ষ প্রযুক্ত সমূদের কিঞ্চিৎ জল জমিলেই সূরারূপে পরিণত হ কয়) জলকে শীতহক্টতে আবৃত করার রাখে ; সুতরাণ সমূদ্রের তলপস্যন্ত কদাপি জমিতে পারে না। সোতঃক্রমও সমুদ্র-জলীয়-শৈত্যের হুদি বৃদ্ধি হইয়া থাকে ; ঐ স্লোভের বিবরণ জ্ঞাত থাকিলে তাহার বর্ণন অনায়াসে বোধগম্য হইতে পারে, অতএব তদগে পর প্রকরণে মনোযোগ করা আবশ্যক । মহাসমুদ্রের কোন ২ আ৭শে তাপর্দ্যাপ্ত শৈবালাদি জলজ উদ্ভিৎ-পদার্থ দুষ্ট হইয়া থাকে , তাহাকে নাবিকেরণ “ দামের তট ” শব্দে কহে । তাৎলান্তিক সমূদ্রের মধ্যভাগে ঐ প্রকার দাম ২,৫০,০০০ চতুরসু ক্রোশ স্থান ব্যাপ্ত করিয়া আছে ।