পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎস ও নদীর বিবরণ । や ○ " উষ্ণ ও কাচের ন্যায় নিৰ্ম্মল, এব° সৰ্ব্বদা জলীয় বাপ “ ও অল্প অল্প বুদবুদ উঠে। কুণ্ডের বেষ্টন নুনাধিক “ ১০০ হস্ত, কিন্তু তাহার জল অধিক গভীর নহে। যখন “ পরিপূর্ণ থাকে, তখনও ৩ হাতের অপেক্ষা অধিক “ জল থাকে না। তাহার মধ্যস্থলে নুনাধিক ৫৪ হস্ত “ গভীর একটা কুপ আছে, তাহার ব্যাস প্রায়ঃ ৬ হস্ত, “কিন্তু মুখের নিকট ক্রমে প্রশস্ত হইয়া কুণ্ডের সহিত মি“লিত হইয়াছে । “ মধ্যে মধ্যে আগ্নেয় গিরির যেরূপ অগ্ন্যুৎপাত হয়, “সেই রূপ এই প্রবল প্রসুবণ * হইতেও অকস্মাৎ উষ্ণ জল “ ও বাক্ষপাদি প্রচণ্ড বেগে নির্গত হইয়া থাকে। প্রথমে " ঘন ঘন কামানের শব্দের ন্যায় ঘোরতর গভীর গৰ্জ্জন “ শ্রবণ করা যায়, তৎক্ষণাৎ ভূমিকম্ন উপস্থিত হয়, পর" ক্ষণেই কুণ্ডের জল উত্তরোত্তর প্রবলরূপে ফুটিতে থাকে, “ অবশেষ জল ও বামপাদি সহসা উত্থিত হইয়া চতু“ দিকে বিক্ষিপ্ত হইয়া পড়ে। সেই সমস্ত বাষপ এত উদ্বে উঠে, যে প্রায়ঃ আট ক্রোশ হইতে দৃষ্টি করা “ যায় । বারম্বার এক্টরূপ জল ও বাষপ নিৰ্গত হইবার “ পর একটা প্রকাণ্ড জল-প্রবাহ প্রভূত-বাক্ষপ-রাশিতে “ পরিবেষ্টিত হইয়ণ অত্যন্ত উৰ্দ্ধগামী হয়। এই প্রবা“ হের জলীয় ভাগ চতুৰ্দ্দিকে বাক্ষেপতে এ রূপ আবৃত “ থাকে, যে তাহার অধিকা^শ দৃষ্টিগোচর হয় না। সে

  • উৰ্দ্ধহইতে স্লোতোজলের নিমেন নিপগুনের নাম “ প্রস্রবণ ”; ও পৃথিবীর অন্তভাগঙ্গইতে জলের উদ্ধৃ-বিনিগমের নাম “ উৎস ”। পত্রিকায় উৎস-শব্দাথে প্রসুরণ-শব্দ ব্যবহৃহ হইয়াছে।