ჯ) 8 প্রাকৃত-ভূগোল । “ সময়কার অত্যদ্ভুত মহদ্ব্যাপার দৃষ্টি করিলে বিস্ময়াপন্ন “ হইতে হয়। ভূরি ভুরি বাপ-রাশি উপর্যুপরি ঘূর্ণিত “ হইতে হইতে উত্থিত হইয় গগণ-মণ্ডল আচ্ছাদিত “ করে, তাহার মধ্যবৰ্ত্তি উৰ্দ্ধগামি জল-প্রবাহ-সকল “ কল্পিত হইতে হইতে ফেনাকার হইয়া চতুদিকে বিকীর্ণ “ হয়, এব^ সেই জলের কিয়দ৭শ বাফপ হইয় অবশিষ্ট “ সমুদায় ভাগ ফেন-রূপে পতিত হইয়া অপূৰ্ব্ব-ফেন-বর্ষণ “ প্রদর্শন করে । ইহার অপেক্ষায় সুদৃশ্য আশ্চর্য্য “ ব্যাপার আর কি আছে ? কুণ্ড হক্টতে জল নিৰ্গত “ হইবার সময়ে নানা প্রকার বর্ণ ধারণ করে ; কথন “ কথন উৎকৃষ্ট মালবর্ণে, কখন কথন উজ্জ্বল হরিৎ বর্ণে, ” এবণ অধিক দূর উত্থিত হইলে শুদ্ধ শ্বেত বর্ণে শোভা " পায়। উদ্বগামি-প্রবাহ-সমুদায় নানা ভাগে বিভক্ত “ হইয়া সহসু সহসু পরম শোভাকর প্রভু বৰ্ণ জলধারণ “ উৎপন্ন হয় । তন্মধ্যে কতক ধারা ঠিক সরল ভাবে “উত্থিত হয়, আর কতকগুলি ধারণ সুন্দর রূপ বক্র “ ভাবে পতিত হতীয় অপূৰ্ব্ব শোভা প্রকাশ করে । “ ইহার অপেক্ষায় রমণীয় ব্যাপার আর কি অাছে ? “ ঐ সকল জল-ধারার এ প্রকার প্রথর বেগ, যে তাহার “ উপরি প্রস্তুর নিক্ষেপ করিলে, মগ্ন না হক্টয়া জলের “ তেজে অনেক দূর উৰ্দ্ধগামী হয়। কিয়ৎকাল এইরূপ “ জল-ধারণ নির্গত হষ্টয়া পরে নিবৃত্ত হয়, তখন সে জল“ কুণ্ড একেবারে শুষ্ক হইয়া যায়, পরে আবার জল “ উঠিয়া পূৰ্ব্ববৎ স্থির থাকে। “ ঐ কুণ্ডের জল এমন তপ্ত, যে পাশ্ববৰ্ত্তি লোকে
পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।