পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や や প্রাকৃত-ভূগোল । অগ্রগামী হয় ; এই প্রযুক্তই নদীর অপরাভিধান “নিমুগা ”। ঐ গমন-সময়ে তাহার। পথিমধ্যে অপরাপর নদী বা সু্যেতের * সহিত মিশ্রিত হইয়া যদবধি কোন সাগর বা অন্য নদী বা জুদে নিপতিত না হয়, তদবধি ক্রমশঃ বদ্ধনশীল হইতে থাকে ; এই কারণ নদীর সঙ্গমস্থান সৰ্ব্বাপেক্ষায় স্থূল, ও তথাহইতে উৎপত্তাভিমুখে যত অগ্রবত্তী হওয়া যায়, ততই সঙ্কীর্ণ বোধ হয়। পৰ্ব্বতহইতে অবতরণ-সময়ে নদী যাদৃশ বেগবতী থাকে, সরল ভূমিতে তাদৃশ থাকে না। অপর ঐ অবতরণ-সময়ে স্থান-বিশেষে পৰ্ব্বতের ঢালুপ্রযুক্ত কোন ২ নদী হঠাৎ অতি উচ্চ হটতে নিম্নে পতিত হয় ; ঐ পতনের নাম “প্রসুৰণ” “ জল-প্রপাত ” বা “ ঝরণা "; তাহা দেথিতে অতি আশ্চর্য্য রমণীয় ; কিন্তু অধুনা এই স্থলে তদ্বর্ণনের অবকাশ নাই ; অতএব ত থসম্বন্ধে অনুরাগি পাঠকগণকে অনুরোধ করি ১৭৭৪ শকের তত্ত্ববোধিনী পত্রিকার ৩১ পৃষ্ঠে অবলোকন করেন ; তথায় তাহারা তদ্বিষয়ক এক সুপাঠ্য প্রস্থান দেখিতে পাইবেন । নদী-সকলের উৎপত্তি স্থান অতি উচ্চ ; তথাহক্টতে তাহারা সন্নিকটস্থ নিম্নস্থান দিয়া গমন করে, সুতরা^ কোন পৰ্ব্বতশিখরের মধ্যভাগে দুষ্ট উৎস উঠিলে তাহাদের জল ঐ পৰ্ব্বতের উভয় পাশ্ব দিয়া প্রবাহিত হইয়া থাকে, তথা এক স্থানের উৎপন্ন নদীদ্বয় বিপরীতাভিমুখ হয়। পৰ্ব্বত বৃহৎ হইলে তাহার চতুদিগেষ্ট বৃহদৃহৎ নদী

  • পুরাণানুসারে যে সকল স্বভাবfসদ্ধ জলস্লোহু: এক সহসু অষ্ট ধনুঃ অপেক্ষায় অধিক দূর ভূমণ করে, তাছাদিগের নাম “নদী”।