পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হ্রদের বিবরণ। * } অতি বৃহৎ হইলে “ হুদ’ নামে বিখ্যাত হয়। সেই হ্ৰদ চারি প্রকার ; প্রথম যাহার জল সোতোরূপে বহির্গত না হয়, ও যাহাতে সোতো-জল নিপতিত না হয়। দ্বিতীয়, যাহাহইতে সু্যেতঃ উৎপন্ন হয়। তৃতীয়, যে হ্রদ স্রোতঃ উৎপাদন করে, ও সোতো-জল প্রাপ্ত হয়। চতুর্থ, যাহাতে অন্যত্রের সোতো-জল আসিয়া নিপতিত হয়, অথচ তাহাহইতে কোন সোতঃ নিৰ্গত হয় না। প্রথম প্রকার হ্রদ বৃহৎ কুণ্ড মাত্র ; কোন প্রশস্তায়তন নিমু-স্থানে উৎস-জল সস্তৃহীত হইলেই তাহার উৎপত্তি হয়। ঐ উৎস-জল নিমু-স্থান পরিপূর্ণ করত উদ্বত্ত হইলে স্রোতের সৃষ্টি হয়, এব^ তাহাই দ্বিতীয়-প্রকার হ্রদ ; ঐ হ্রদের নিকটবৰ্ত্তি কোন উচ্চ স্থানহইতে আগত কোন সুেতঃ তাহাতে নিপতিত হইলে তৃতীয়-প্রকার সুদ প্রস্তুত হয়। উত্তর-আমরিকায় এবস্ত্রকার অতি বৃহৎ হ্রদ অনেক আছে , তাহাতে অনেক নদী আসিয়া নিপতিত হয়, এবণ অবশেষে তৎসমুদায়ের জল সেন্টলুরেন্স-নদী দিয়া আৎলান্তিক মহাসমুদ্রে অপসৃত হয়। আসিয়া-খণ্ডের উত্তরাঞ্চলস্থ বৈকাল হৃদও এই প্রকার। চতুর্থ-প্রকার হ্রদ অতি আশ্চর্য্য, তাহাতে প্রকাণ্ড ২ নদীর জল আসিয়া পড়ে, অথচ তাহাহইতে নিৰ্গত কোন সোতঃ প্রত্যক্ষ হয় না। আরাল এব° কাল্পীয় হ্রদ এই-প্রকার হুদের এক দৃষ্টান্ত স্থল। কর, উরাল, বলগা প্রভৃতি কয়েকটা প্রকাগু নদৗহইতে প্রভূত জল আসিয়া “নিয়ত কাল্পীয়-হুদে নিপতিত হইতেছে, এব^ ঐ ইদহইতে তাহার নির্গমনের কোন পথ নাই, অথচ তদ্বারা ঐ হ্রদের