পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११. প্রাকৃত-ভূগোল । গভীরতার বৃদ্ধি না হইয় বরণ ক্রমশঃ তাহার হাসই হইতেছে । এই আশ্চর্য্য ব্যাপারের কারণ-নিরূপণার্থে অনেকে অনেক মত ব্যক্ত করিয়াছেন । আমাদের বোধে সূৰ্য্যকিরণই তাহার প্রধান কারণ; তদ্বারাই নদ্যাগত সমস্ত জল শুষ্ক হইয়া যায়। কাল্পীয় ও আরাল হুদের জল লবণাক্ত, এব^ তাহার গর্ভ অনেক যাদোগণের অাবাস স্থান। প্রতীতি হইতেছে যে এই হ্রদদ্বয় কোন না কোন কালে সমুদ্রের এক অংশ ছিল। ফলতঃ কৃষ্ণসমূদ্র ও কাল্পীয়-হুদের মধ্যবৰ্ত্তী ভূমি আধুনিক, ডন এবণ বলগানদৗকর্তৃক আনীত-মৃত্তিক-প্রচয়ে তাহা উৎপন্ন হষ্টয়াছে ; তদুৎপাদনের পূৰ্ব্বে আরাল ও কাল্পীয়-হ্রদ ও কৃষ্ণসমুদ্র একত্র মিলিত থাকিয়া মহাসমুদ্রের অংশরূপে পরিগণিত ছিল । কতকগুলিন হদ কোন ২ সময়ে স্তষ্ক হইয়া পুনরায় জল-পূর্ণ হইয়া থাকে ; বৃষ্টিষ্ট এই ঘটনার প্রধান কারণ, কিন্তু বর্ষাভাব-ব্যতিরেকেও কথন ২ হ্রদোৎপাদক উৎস জলের অল্পতা-বশতঃ হুদের লোপাপত্তি সম্ভাবনা। ইলিরিয়া-দেশের সকিনিটুজ হ্রদ এই প্রকারে উৎসের নিবৃত্তিতেই মধ্যে ২ স্তস্ক হয়। কোন ২ হ্রদ নির্বাত-সময়েও অত্যন্ত আন্দোলিত হয়। স্কটলণ্ড-দেশের লমণ্ড-হুদের এই প্রকার স্বভাব। ইহার কারণ অদ্যাপিও নিশ্চিত হয় নাই। বোধ হয় ভূগর্ভোখ দৈৰ বায়ুই এই আন্দোলন উপস্থিত করে। কোন ২ হ্রদে দ্বীপবৎ ভূমিখণ্ড বাহমানহইতে দৃষ্ট হয় ; ভূতত্ত্ববেত্তার অনুমান করিয়াছেন যে বোদমূত্তিকাবৎ