পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাক্ত-ভূগোল] جسحه مگس جایگاه سه aeسته অনুষ্ঠান-প্রকরণ । 辑” - 籍 বিদ্যাদ্বারা পৃথিবীর আকৃতি, ধৰ্ম্ম, বিভাগ, 空翌 ( য #: গতি ও সম্বন্ধ জ্ঞাত হওয়া যায়, তাহার সুঃ" নাম ভূগোল-বিদ্যা । ঐ বিদ্যার সোলভার্থে ভূগোলবেক্তারা তাহাকে তীন অ৭শে বিভাগ করিয়াছেন। ভূগোল-বিদ্যার যে আ৭শে পৃথিবীর অবয়ব নিরূপণ করে, গ্রহদিগের সহিত তাহার পরল্পর সম্বন্ধ অনুসন্ধান করে, তাহার গতি বেগ ও তৎপ্রথা সাব্যস্থ করে, তাহার পরিমাণ স্থির করে, গ্ৰহাদির দৃষ্টিদ্বারা পৃথিবীস্থ স্থান-সকলের পরল্পর দূরতানির্ণয় করে, মানচিত্ৰ-নিৰ্ম্মাণের প্রথা প্রদশন করে ; ফলতঃ যে অeNশ অস্কশাস্ত্রের সাহায্য ভিন্ন বোধগম্য হয় ন। —তাহার নাম “ গণিত-ভূগোল”। দ্বিতীয়, যে অণশে জল-স্থল-বিভাগ,—সমুদ্র, হৃদ ও নদীর ধৰ্ম্ম—জলের লবণাক্ততা, সোত, জোয়ার ও উষ্ণতার বিবরণ,–পৰ্ব্বত, অধিত্যক, উপত্যক, ক্ষেত্র ও দ্বীপভেদ,—বায়ুর গতি, ভূমিকম, মহারস্ফোট, বৃষ্টির নিয়ম, ঋতুর ক্রম, দেশ ও ঋতুভেদে মনুষ্য-পশু-পক্ষী-বৃক্ষভেদ,—ইত্যাদি পৃথিৰাঁর প্রকৃতাবস্থার " -বিষয়ক বিদ্যার আলোচনা