পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} a প্রাকৃত-ভূগোল। কিরণ সূৰ্য্যহইতে ঋজুভাবে বিকীর্ণ হয় ; ঠিক মস্তকোৰ্বহইতে আগত ঐ ঋজুকিরণ-ল্পর্শে পৃথ্বী বিশেষ উত্তপ্ত হয়, সুতরা^ যে সকল স্থান উক্ত ঋজুকরণ প্রাপ্ত হয়, তাহ অন্যত্রাপেক্ষায় উষ্ণ হইয় থাকে। বুগের নাম এক ব্যক্তি ফরাসিস পণ্ডিত গণনা করিয়া স্থির করিয়াছেন, যে মধ্যাহ্ন-সময়ে সূৰ্য্য যে স্থানে ঠিক মন্তকোপরি থাকে, তদিগে ১০,০০০ কিরণ সূৰ্য্যহইতে আগত হইলে তাহার ৮১২৩ টি কিরণ তথায় উপনীত হয়, অবশিষ্ট কিরণ বায়ুতে লুপ্ত হয় । সূৰ্য্য মম্ভকোপরি না হইয় ৫০ অক্ষাংশ ঢালু থাকিলে সেই স্থানে ৭০২৪ টি কিরণ-মাত্র আগমন করে ; সূর্য্য ৭ অক্ষণশ চালু হইলে ২৮৩১ টি কিরণ তথায় আইসে, ও সূর্য্য সেই স্থানের চক্রবালে থাকিলে ১৯৯৫ টি কিরণ ব্যর্থ হইয়া কেবল অবশিষ্ট পাঁচটি কিরণ তথস্থানে সমাগত হয় । অয়নান্ত-বৃন্তদ্বয়-মধ্যস্থ সকল স্থান বৎসরে দুইবার করিয়া সূৰ্য্যদেবকে ঠিক মসুকোপরি প্রাপ্ত হয়,অপর সূৰ্য্য অত্যন্ত ঢালু হটলেও ঐ ঢালুত ৬০ অক্ষা^শের নূ্যন হয় না, এই প্রযুক্ত পূৰ্ব্বোক্ত কারণানুসারে ঐ বৃত্তদ্বয়ের মধ্যস্থ স্থান সৰ্ব্বাপেক্ষায় উষ্ণ থাকে। উক্ত বৃত্তদ্বয়ের বহির্দেশে সূর্য্যদেব কদাপি ঠিক মস্তকোপরি হন না, সৰ্ব্বদা ঢালু থাকেন, সুতরা^ তত্ত্বদেশ কোন কালেও অয়নান্ত-বৃত্তের মধ্যস্থ-স্থানের তুল্য, উষ্ণ হয় না। অপর নিরক্ষবৃত্তহইতে দেশ-সকল যত দূর হয়, ঐ ঢালুতার ততই বৃদ্ধি হয়, অতএব ঐ ঢালুতানুসারে তত্ত্বদেশের উষ্ণতার হ্রাস হয়। সূৰ্য্যদেব সৰ্ব্বদা নিরক্ষবৃত্তের ঠিক উপ