পঞ্চম পরিচ্ছেদ । է, Զ হবিষ্ক ও বাসুদেব কুষণ সাম্রাজ্যের অধিকার লাভ করিয়াছিলেন । ফুিট, কেনেডি প্রভৃতি প্রত্ন-তত্ত্ববিদগণ বলিয়া থাকেন যে, কণিষ্ক হইতে বাসুদেব পৰ্য্যন্ত কুষণ রাজগণ কুযুলকদফিসের পূর্ববর্তীং । “শকাধিকারকাল ও কণিষ্ক” নামক প্রবন্ধে আমি এই বিষয়ে ফুিট ও কেনেডির মত অভ্রান্ত বলিয়া গ্রহণ করিতে না পারিয়া রেপসন ও স্মিথের মত গ্রহণ করিয়াছিও । মুদ্র-তত্ত্ববিদগণ একবাক্যে স্বীকার করিয়া থাকেন যে, কুষণবংশীয় রাজগণের সুবর্ণ মুদ্রাঃ ওজন এবং আকারে রোমক সুবর্ণ মুদ্রার অনুরূপ। রোমক সুবর্ণ মুদ্র জুলিয়াস সিজারের রাজ্যকাল হইতেই রীতিমত মুদ্রিত হইতে আরম্ভ হয়। শ্ৰীযুক্ত কেনেডি প্রমাণ করিবার চেষ্টা করিয়াছেন যে, কণিষ্কের সুবর্ণ মুদ্র জুলিয়াস সিজারের সুবর্ণ মুদ্রা অপেক্ষা প্রাচীন এবং উহা মাকিদনীয় মুদ্রাঙ্কনের রীতি অনুসারে মুদ্রিত, সুতরাং কুষণবংশীয় সুবর্ণ মুদ্র রোমক সুবর্ণ মুদ্রার অনুকরণ হইতে পারে নাং । কুয়ুল বা কুজুলকদফিসের কেবল তাম্র মুদ্রাই আবিষ্কৃত হইয়াছে। র্তাহার কতকগুলি মুদ্রা হেরময়ের এক প্রকার তাম্র মুদ্রার অনুরূপ। ইহার একদিকে রাজার মস্তক ও অপর দিকে হারকিউলিসের মূৰ্ত্তি আছে, এবং ইহাতে গ্রীকৃ অক্ষরে হেরময়ের নাম ও অপর দিকে থরোষ্ঠী অক্ষরে (3) Journal of the Royal Asiatic Society, 1913, p. 912 ; Indian dims, pp. 16–18; I. M. C., Vol. 1, pp. 65–69. . -- (* Journal of the Royal Asiatic Society, 1913, pp. 969–71. - K°) indian Antiquary 19o8, p. 5o; Htfèû}-•tffae,.•ifùaei, savt , অতিরিক্ত সংখ্য, পৃঃ ৩৯ ৷ - w (*) Journal of the Royal Asiatic Society, 1913, p. 941. . . . (*) ibid, 1912, p. 999; 1913, p. 935.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।