X • a প্রাচীন মুদ্রা। সময় সময় একের অধিক ব্রাহ্মী অক্ষর দেখিতে পাওয়া যায় । এই সকল অক্ষর সম্ভবতঃ অধীন রাজগণের নামের আস্তক্ষর। মহী, বিরু এবং ভূ ১ সম্ভবতঃ মহীধর, বিরুঢ়ক এবং ভৃগুপ্রমুখ করদরাজগণের নাম । পরবর্তী গুপ্ত সম্রাট্রগণের রাজ্যকালে এই স্থানেই অর্থাৎ রাজার বামহস্তের নিয়েই সমুদ্র, চন্দ্র, কুমার প্রভৃতি গুপ্তরাজগণের নাম লিখিত থাকে। এই তুলনা হইতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, কুষণবংশের শেষ রাজগণের রাজাকালে ভিন্ন ভিন্ন প্রাদেশিক শাসনকৰ্ত্তা বা সম্রাট্টগণ মুদ্রায় নিজ নাম-লিখন পদ্ধতি প্রচলিত করিয়াছিলেন । তৃতীয় বাস্থদেবের মৃত্যুর সহিত অথবা তাহার অল্পকাল পরে কণিষ্কের বংশের অধিকার হয় লুপ্ত হইয়াছিল, অথবা অতি ক্ষুদ্র ভূখণ্ডে সীমাবদ্ধ হইয়াছিল। এই সময়ে প্রাদেশিক শাসনকর্তৃগণ অথবা সামন্তরাজগণ স্বনামে মুদ্রাঙ্কন আরম্ভ করিয়াছিলেন । এই সকল মুদ্রায় রাজার নাম পূৰ্ব্ববং রাজমৃষ্ট্রির বামহস্তের নিম্নে লিখিত থাকে । ভদ্র, পাসন, বচর্ণ, সয়ুথ, সিত, সেন বা সেণ, ছু ২ প্রভৃতি বহু রাজার নাম আবিষ্কৃত হইয়াছে। খৃষ্টীয় চতুর্থ শতাব্দীতে কিদারকুষণ নামক একজাতি অথবা রাজবংশ আফগানিস্তানে আধিপত্য স্থাপন করিয়াছিল। ইহাদের মুদ্রা কুষণ রাজগণের মুদ্রার অনুকরণে মুদ্রিত এবং ইহাতে রাজার বামহস্তের নিম্নে তাহার নামের পরিবর্ভে জাতি অথবা বংশের নাম “কিদর” লিখিত আছে ৩। কোন কোন মুদ্রায় “কিদর” স্থানে “গডহর” লিখিত t (3) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, Vol. IV, pp. 84-85. (*) I. M. C., Vol. I, pp. 88–89, to Ibid, pp. 89-90,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।