ষষ্ঠ পরিচ্ছেদ । XX > তালিকায় ভানুমিত্র ও রুদ্রবন্মাকে ঔছুম্বর জাতীয় রাজা বলিয়া উল্লেখ করিয়াছেন ১, কিন্তু এই সকল রাজগণের মুদ্রায় ঔছুম্বর জাতির নামের উল্লেখ নাই, সুতরাং তাহারা কি কারণে ঔদুস্বর জাতির রাজগণের মধ্যে স্থান লাভ করিয়াছেন তাহা বুঝিতে পারা যায় না। প্রকৃত পক্ষে ধরঘোষ ব্যতীত ঔড়ম্বরজাতির অপর কোন রাজার রজতমুদ্রা আবিষ্কৃত হইয়াছে বলিয়া স্বীকার করা যাইতে পারে না। ঔছুম্বরজাতির তাম্র মুদ্র তিন প্রকার বলিয়া মুদ্রা-তত্ত্ববিদগণের বিশ্বাস । কিন্তু যেসকল মুদ্রায় ঔদুম্বরজাতির নাম পাওয়া যায় না, সেই সকল মুদ্র কিরূপে ঔড়ম্বরজাতির মুদ্রা বলিয়া স্থির হইল তাহা বুঝিতে পারা যায় না। শ্ৰীযুক্ত স্মিথ গোলাকার তাম্র বা পিত্তল নিৰ্ম্মিত কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মুদ্রাকে ঔছুম্বরজাতির মুদ্রা বলিয়া নির্দেশ করিয়াছেন, কিন্তু কি কারণে নির্দেশ করিয়াছেন তাহ প্রকাশ করেন নাই। দুই প্রকার তাম মুদ্রায় উল্লম্বরজাতির নাম দেখিতে পাওয়া যায়। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে হস্তী, বেষ্টনীমধ্যে বোধিবৃক্ষ ও নিম্নে একটি সর্প আছে। দ্বিতীয় দিকে দ্বিতল বা ত্রিতল মন্দির, স্তম্ভের উপরে স্বস্তিক এবং ধৰ্ম্মচক্র আছে। ইহার প্রথম দিকে খরোষ্ঠী অক্ষরে ঔড়ম্বরজাতির নাম লিথিত আছে ২ । দ্বিতীয় প্রকারের মুদ্র অতি অল্পদিন পূৰ্ব্বে আবিষ্কৃত হইয়াছে। ১৯১৩ খৃষ্টাব্দে পঞ্জাবে কাঙ্গড়া জেলায় এই জাতীয় ৩৬৩টি মুদ্র আবিষ্কৃত হইয়াছিল ৩ । এই মুদ্রাগুলি চতুষ্কোণ এবং ইহার প্রত্যেকটিতে এক দিকে ব্রাহ্মীতে ও অপরদিকে খরোষ্ঠীতে ঔঘুম্বর জাতির নাম লিখিত আছে। মুদ্রাগুলির SAASAASAASAASAASAASAASAA AAAAAS S ís) I. M. C., Vol. I, p. 166, Nos. 2-4 ; P. M. - ił. I, p. 167, No. 137. | (R) Coins of Ancient India, p. 68, (*) Journal of Proceedings of the Asiatic Society of Bengal, Vol. X, Numismatic Supplement, No, XXIII, p. 247.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।