>>。 প্রাচীন মুদ্র । প্রথম দিকে বেষ্টনীমধ্যে বোধিবৃক্ষ, একটি হস্তীর সম্মুখভাগ এবং নিম্নে সৰ্প আছে। দ্বিতীয় দিকে একটি মন্দির, ত্রিশূল এবং সর্প আছে ১ । এই সকল মুদ্রার মধ্যে কতকগুলিতে ধরঘোষ, শিবদাস এবং রুদ্রদাস নামক ঔছুম্বর জাতীয় তিন জন রাজার নাম পাওয়া যায় ইহাদিগের মধ্যে ধরঘোয়ের নাম পূৰ্ব্বপরিচিত কিন্তু শিবদাস ও রুদ্রদাসের নাম ইতিপূৰ্ব্বে শ্রত হয় নাই। এই সকল মুদ্রায় প্রথম দিকে ব্রাহ্মী ও দ্বিতীয় দিকে থরোক্ট অক্ষরে “মহদেবস রএর ধরঘোষস বা শিবদসস বা রুদ্রদসস ঔছুম্বরিস” লিখিত থাকে । - কুণিন্দজাতি বরাহমিঙ্গিরের সময়ে মদ্র জাতির নিকটে বাস করিত বৃহৎ-সংহিতায় আর একস্থানে ইহারা কুলুত এবং সৈরিন্ধগণের সহিত একত্র উল্লিখিত হইয়াছে কুণিন্দুগণ সম্ভবতঃ বর্তমান সময়ে কুণেত নামে পরিচিত। কুণিন্দজাতির বহু মুদ্রা আবিষ্কৃত হইয়াছে । ইহা দুইভাগে বিভক্ত হইতে পারে। প্রথম ভাগের মুদ্র প্রাচীন এবং ইহাতে ব্রাহ্মী ও খরোষ্ঠী উভয় জাতীয় লিপির ব্যবহার দেখিতে পাওয়া যায় ৬ । ইঙ্গর প্রথম দিকে একটি স্ত্রী মূৰ্ত্তি একটি মৃগ, একটি চতুষ্কোণ স্তুপ এবং একটি চক্ৰ দেখিতে পাওয়া যায়। AAAAAAAS A SAS SSAAAASA SAAAAS AAAAA AAAA S SAAAS AAAAASAAAA AAAA AAAA AAAA HAMAMCCSAMAAA AAAAA {:} bid, pp. 249–50. (*) libid, p. 248. {4} ibid, p. 24), {4} আবস্তোহপানষ্ট্রে মৃত্যুং চায়াঠি সিন্ধুদেীরঃ । ब्राङ झ छब्रुइीइब्रा মফ্লেশোইস্কশ কৌশিল: { + –ặzs, Host zł, z sios*, Kefn's Edition, p. 93. (*} Coins of Ancient India, p. 71. (•) I. \1. C., Vol. I, p. 168, Nos. 9-1o.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।