>>8 প্রাচীন মুদ্র । সংহিতায় মদ্র ও পৌরব জাতির সহিত মালবজাতি উল্লিখিত হইয়াছে ১ । এই জাতি কোন সময়ে অবস্তিদেশে বাস করিয়াছিল বলিয়া প্রাচীন অবস্তি বা উজ্জয়িনী পরবর্তী কালে ইতিহাসে মালবদেশ নামে পরিচিত হইয়াছে। এখনও যুক্ত-প্রদেশে অথবা পঞ্চনদে স্থানে স্থানে মালওয়া বা মালব নামে বহু গ্রাম নগর দেখিতে পাওয়া যায় । এই মালব জাতির বহু প্রাচীন মুদ্র রাজপুতানার পূর্বাঞ্চলে আবিষ্কৃত হইয়াছে ২। কালাইল জয়পুর রাজ্যের অন্তর্গত: নাগর নামক স্থানে একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ মধ্যে মালবজাতির ৬০ ০০ তাম্র মুদ্র আবিষ্কার করিয়াছিলেন ও । মালবজাতির মুদ্র সাধারণতঃ দুই ভাগে বিভক্ত হইয়া থাকে। প্রথম বিভাগের মুদ্রায় কেবল জাতির নাম লিখিত আছে ৪ । এই জাতীয় কতকগুলি মুদ্রা গোলাকার এবং অবশিষ্টগুলি চতুষ্কোণ। দ্বিতীয় বিভাগের মুদ্রার মালবজাতির রাজগণের নাম দেখিতে পাওয়া যায় । এই সকল মুদ্রায় কেবল ব্রাহ্মী লিপির ব্যবহার দেখিতে পাওয়া যায় এবং প্রত্ন লিপি-তত্ত্বানুসারে খৃষ্ট পূৰ্ব্ব দ্বিতীয় শতাব্দী হইতে খৃষ্টীয় চতুর্থ শতাব্দী পর্য্যন্ত এই সকল মুদ্র প্রচলিত ছিল বলিয়া নির্দেশ করা যাইতে পারে ৫ । মালবজাতির মুদ্র আকারে অতি {১} অস্বরম দ্রীকমালব পৌরবকচ্ছারদগুপিঙ্গলকা: । মণিহলতৃণকোহলশীতকাণ্ডব্যভুতপুরা: | – 4:3 asso, six a", Kern's Edition, p. 92. (*) Cunningham's Archaeological Survey Reports, Vol. VI, pp. 165-74, Vol. XIV, p. 149. (*) i. M. C., Vol. 1, p. 162. (*) Ibid, pp. 170–74. (*) Ibid, p. 162.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।