ষষ্ঠ পরিচ্ছেদ । >>Q ক্ষুদ্র। ইহার মধ্যে প্রাচীন মুদ্রাগুলির আকার অপেক্ষাকৃত বৃহৎ, ইহার ব্যাস অৰ্দ্ধ ইঞ্চির অধিক নহে। মুদ্রাগুলির ওজন ১০০ গ্রেণের অধিক নহে এবং সৰ্ব্বাপেক্ষ ক্ষুদ্র মুদ্রার ওজন ১০ গ্রেণের অধিক নহে ১ । ঐযুক্ত স্মিথ অনুমান করেন যে, এই মুদ্রাটি পৃথিবীর সর্বাপেক্ষ ক্ষুদ্র আকারের মুদ্রাসমূহের অন্যতম। মালবজাতির প্রথম বিভাগের মুদ্রায় আটটি ভিন্ন ভিন্ন উপবিভাগ দেখিতে পাওয়া যায়। প্রথম উপবিভাগের মুদ্রায় দ্বিতীয় দিকে স্থৰ্য্য এবং সূর্য্যের চিহ্ন দেখিতে পাওয়া যায় এবং প্রথমদিকে কখনও কখনও বেষ্টনী মধ্যে বোধিবৃক্ষ দেখা যায় ২ । দ্বিতীর উপবিভাগের মুদ্রায় অপর দিকে একটি ঘট আছে ৩ । তৃতীয় উপবিভাগের মুদ্রায় প্রথম দিকে বেষ্টনীমধ্যে বোধিবৃক্ষ ও দ্বিতীয় দিকে ঘট দেখিতে পাওয়া যায় । ইহা দ্বিবিধ, চতুষ্কোণ ৪ ও গোলাকার ও । চতুর্থ উপবিভাগের মুদ্রা চতুষ্কোণ এবং ইহাতে দ্বিতীয় দিকে সিংহের মুৰ্বি আছে ১ । পঞ্চম উপবিভাগের মুদ্রায় দ্বিতীয় দিকে বৃষের মূৰ্ত্তি আছে। ইহা দ্বিবিধ, গোলাকার এ ও চতুষ্কোণ ৮ । ষষ্ঠ উপবিভাগের মুদ্রায় দ্বিতীয় দিকে রাজার মস্তক আছে ৯ । সপ্তম উপবিভাগের মুদ্রায় এই স্থানে ময়ূরের মূৰ্ত্তি আছে ১• । অষ্টম উপবিভাগের মুদ্র অতি ক্ষুদ্র {3} ibid, p. 163. (*) Ibid, pp. 17o--71, Nos. 1-1 m. (P. Ibid, p. 17 1, Nos. 12-13. (8) 1biii, Nos. 14-22. {*) Ibid, p. 172, Nos 23-25. (9) Ibid, Nos. 26-36, (*) Ibid, p. 173, Nos. 40-57, w) ibid, p. 172, Nos. 37-41. (*) lbid, p. 173 Nos, 58-61. (**) 1bid, p. 174, Nos. 62-63.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।