এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
* రి * প্রাচীন মুদ্রা। উল্লেখ আছে ১ । এই বংশের গণপতি নাগ সমুদ্রগুপ্ত কর্তৃক পরাজিত হইয়াছিলেন ২ । গণপতি নাগ, দেবনাগ প্রভৃতি ছয় জন নাগবংশীয় রাজার মুদ্র আবিষ্কৃত হইয়াছে ৩ । গণপতি নাগের অপর নাম গণেন্দ্র। ইহার মুদ্রার একদিকে ব্রাহ্মী অক্ষরে “মহারাজ খ্ৰীগণেন্দ্র” এবং অপর দিকে বৃত্ত মধ্যে বৃষের মূৰ্ত্তি আছে ৪ । দেবনাগের মুদ্রায় একদিকে ব্রাহ্মী অক্ষরে “মহারাজ শ্ৰীদেবনাগস্ত” লিখিত আছে এবং অপর দিকে একটি চক্র আছে ৫ । (3) Indian Coins, p. 28, (k) Fleet's Gupta Inscriptions, p. 7. (*) Indian Coins, p. 28. (8) I, M. C., Vol. 1, pp. 178-79, Nos. 1-15. (*) Ibid, No. i.