>૨8 • थाक्लीन भूजा । যৌধেয়, মদ্রক, আভীর, প্রাজুন, শণকানীক ১, কাক, খরপরিক প্রভৃতি জাতিসমূহ তাহাকে করপ্রদান করিত। উত্তরাপথের সমস্ত প্রদেশে প্রতিবর্ষে সমুদ্রগুপ্তের বহু মুদ্র আবিষ্কৃত হইয়া থাকে। অদ্যাবধি কেবল সমুদ্রগুপ্তের সুবর্ণ মুদ্রাই আবিষ্কৃত হইয়াছে। সুপ্রসিদ্ধ মুদ্র-তত্ত্ববিদ জন আলান এই সমস্ত মুদ্রা আট ভাগে বিভক্ত করিয়াছেন :– (১) গরুড়ধ্বজহস্তে রাজমূৰ্ত্তিযুক্ত । (৫) চক্ৰধ্বজহস্তে রাজমূৰ্ত্তিযুক্ত । (২) ধনুৰ্ব্বাণহস্তে রাজমূৰ্ত্তিযুক্ত । (৬) বাণাহন্তে রাজমূৰ্ত্তিযুক্ত । (৩) প্রথম চন্দ্রগুপ্ত ও কুমার- (৭) বাস্ত্ৰঘাতী রাজমুক্তিযুক্ত । দেবীর মূৰ্ত্তিযুক্ত । (৮) অশ্বমেধের অশ্ব ও প্রধান (৪) পরশুহস্তে রাজমূৰ্ত্তিযুক্ত। মহিষীর মূৰ্ত্তিযুক্ত । গুপ্তবংশীয় সম্রাট্টগণের অধিকারকালে তাহাদিগের নামে মুদ্রাঙ্কিত সুবর্ণ ও তাম্র মুদ্রার বহুল প্রচলন ছিল। গুপ্তসম্রাট্রগণের মুদ্রাসমূহ পরবর্তী কুষণবংশীয় রাজগণের মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত হইলেও এই সকল মুদ্রায় শিল্লির কলাকৌশলের প্রচুর প্রমাণ পাওয়া যায় ২ । গুপ্তবংশীয় সম্রাট্রগণের সুবর্ণমুদ্রাসমূহে ভারতীয় শিল্পের চরমোৎকর্ষ দেখিতে পাওয়া পাওয়া যায়। কুমার গুপ্তের কাৰ্ত্তিকের মুক্তিযুক্ত মুদ্রা ভারতের প্রাচীন মুদ্রাসমূহের মধ্যে কলাকৌশলে সৰ্ব্বশ্রেষ্ঠ। সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্র গুপ্ত সৌরাষ্ট্রের শকরাজা ধ্বংস করিয়া উক্ত প্রদেশ গুপ্তসাম্রাজ্যভুক্ত করিলে প্রাদেশিক মুদ্রার অমুকরণে রজতমুদ্র মুদ্রাঙ্কন জাৱন্ধ হইয়াছিল ও । গুপ্তসম্রাট্রগণের সুবর্ণমুদ্রা প্রথমে কুণরাজগণের (১) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃ: ৪৬.৪৭। (R} Indian Coins, p. 25. {*) Asian, B. M. C., p. lxxxvi.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।