সপ্তম পরিচ্ছেদ । ১২৫ সুবর্ণমুদ্রার অনুকরণে রোমদেশের তোলের রীতি অনুসারে মুদ্রাঙ্কিত হইত। পরবর্তী সম্রাট্রগণের রাজ্যকালে রোমক তোল-রীতির পরিবর্তে প্রাচীন ভারতীয় তোলরীতি অবলম্বিত হইয়াছিল। রোমক তৌল-রীতি অনুসারে মুদ্রাঙ্কিত সুবর্ণমুদ্রার ওজন ১২৪ গ্রেণ, কিন্তু ভারতীয় তোল-রীতি অনুসারে মুদ্রিত সুবর্ণমুদ্রার ওজন ১৪৬০ গ্রেণ । সম্ভবতঃ কিয়ৎকাল উভয় প্রকারের তেল-রীতি অনুসারে মুদ্রাঙ্কিত সুবর্ণমুদ্র গুপ্তসাম্রাজ্যে প্রচলিত ছিল এবং ইল দীনার এবং সুবর্ণনামে অভিহিত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও প্রথম কুমার গুপ্তের উভয় প্রকারের তেল-রীতির অবলম্বনে মুদ্রাঙ্কিত সুবর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছে। স্কন্দগুপ্তের রাজাকালে কেবল প্রাচীন ভারতীয় তোল-রীতির ব্যবহার দেখিতে পাওয়া যায়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যকালে মালবে ও সৌরাষ্ট্রে গুপ্তসম্রাট্টগণ কর্তৃক রজতমুদ্রার মুদ্রাঙ্কন আরব্ধ হইয়াছিল । প্রথম কুমার গুপ্ত ও স্কন্দগুপ্তের রাজ্যকালে উত্তরপথেও রজতমুদ্র মুদ্রাঙ্কিত হইয়াছিল । উত্তরাপথের রজতমুদ্র সৌরাষ্ট্রের রজতমুদ্র হইতে বিভিন্ন । গুপ্তবংশীয় সম্রাটগণের তাম্র মুদ্র সমূহেও শিল্পিগণের বিশেষত্ব দেখিতে পাওয়া যায় । সমুদ্রগুপ্তের প্রথম প্রকারের সুবর্ণমুদ্রা দেখিলে প্রথমে শূলহস্তে রাজমূৰ্ত্তি আছে বলিয়া বোধ হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই জাতীয় মুদ্রার প্রথমদিকে ধ্বজহস্তে রাজমূৰ্ত্তি আছে ২ । রাজা দক্ষিণ হস্ত দ্বারা অগ্নিকুণ্ডে ধূপ নিক্ষেপ করিতেছেন, তাহারা বামহস্তে ধ্বজ এবং দক্ষিণদিকে গরুড়ধ্বজ আছে। রাজার বামহস্তের নিম্নে একটি অক্ষরের উপর আর একটি অক্ষর সাজাইয়া রাজার নাম লিখিত হইয়াছে। দ্বিতীয় দিকে (3) Indian coins, p. 25. (*) Allan, B. M. C., p. ixviii.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।