সপ্তম পরিচ্ছেদ । ::Rఫి কিন্তু দ্বিতীয় বিভাগে উভয়দিকেই “ব্যাঘ্র পরাক্রমঃ” লিখিত আছে ১ । সপ্তম প্রকারের মুদ্রায় একদিকে খটায় উপবিষ্ট বীণাহন্তে রাজমূৰ্ত্তি আছে এবং অপরদিকে বেত্ৰনিৰ্ম্মিত আসনে উপবিষ্ট লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে। প্রথমদিকে “মহারাজাধিরাজ শ্ৰীসমুদ্রগুপ্ত:” এবং রাজার পদতলে “সি” ও অপরদিকে “সমুদ্র গুপ্ত:" লিখিত আছে ২ । এই জাতীয় মুদ্র দ্বিবিধ, ক্ষুদ্র ৩ ও বৃহৎ অষ্টম প্রকারের মুদ্রায় একদিকে পতাকাশোভিত যজ্ঞৰূপে আবদ্ধ যজ্ঞীর অশ্বের মূৰ্ত্তি এবং অপরদিকে চামর হস্তে প্রধান মহিষীর মুর্তি ও বামে একটি শূল আছে। এই জাতীয় মুদ্রায় অশ্বের মূর্তির চতুর্দিকে উপগীতিচ্ছন্দে “রাজাধিরাজ পৃথিবীমবিত্বা দিবং জয়তাপ্রতিবার্বাবীৰ্য্য ।” ৫ । অথবা “রাজাধিরাজ পুথিবং বিজিতা দিবং জয়তাঙ্গতবাজিমেধঃ ৷ ৬ ৷ লিথিত থাকে । সমুদ্র গুপ্তের বহু পুত্রের মধো দ্বিতীয় চন্দ্রগুপ্তই সিংহাসনের যোগ্য বলিয়া বিবেচিত হইয়াছিলেন ৭ । চন্দ্র গুপ্তের রাজ্যকালে মালব ও (3) 1bid, p. 18. No. 49. {*} Ibid, pp. 18-20, Nos, 50-45 : 1. M. C., Vol. 1, pp. 1o1-- o2, Nos. 3-5. (o) Ibid, Nos, 3-4, Allan, B. M. C., pp. 18-19, Nos. 50-54. (*) Ibid, p. 20, No. 55, I. M. C., Vol. I, p. 102. No. 5, (*. Allan, B. M. C., p. 21. (*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. X. p. 256. (*) Allan, B. M. C., p. xxxv. ఫి
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।