পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీరి প্রাচীন মুদ্রা। সৌরাষ্ট্র গুপ্তসাম্রাজ্যভূক্ত হইয়াছিল। "মালবের উদয়গিরি পর্বতের গুহায় শাব অপর নামধেয় বীরসেন শিবপুজার নিমিত্ত একটি গুহা উৎসর্গ করিয়াছিলেন। বীরসেন তাহার খোদিত-লিপিতে বলিয়া গিয়াছেন যে, রাজা যখন পৃথিবী জয়ার্থ আগমন করিয়াছিলেন তখন তিনি তাহার সহিত এতদ্দেশে আসিয়াছিলেন।” এতদ্বারা প্রমাণ হইতেছে যে, চন্দ্রগুপ্ত স্বয়ং মালব ও সৌরাষ্ট্র আক্রমণ করিয়াছিলেন । সাঞ্চি ও উদয়গিরির তিনখানি শিলালিপি হইতে প্রমাণ হুইয়াছে যে, “দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যকালে, ৪০১ খৃষ্টাব্দের পূৰ্ব্বে, অর্থাৎ খৃষ্টায় ৪র্থ শতাব্দীর শেষপাদে মালব গুপ্তসম্রাট্ কর্তৃক অধিকৃত হইয়াছিল ।” - “মালব অধিকারের অব্যবহিত পরে সৌরাষ্ট্রের শকজাতীয় প্রাচীন ক্ষত্রপোপাধিধারী রাজবংশের অধিকার লোপ হইয়াছিল । কুষণবংশীয় সম্রাট্ প্রথম বাসুদেবের রাজত্বকালে অথবা ছবিষ্ক ও প্রথম বাস্থদেবের রাজাকালের মধ্যবৰ্ত্তী সময়ে উজ্জয়িনীর ক্ষত্রপ চপ্পনের পৌত্র রুদ্রদাম অন্ধু রাজ দ্বিতীয় পুলুমায়িকে পরাজিত করিয়া, কচ্ছ, সৌরাষ্ট্র ও আনৰ্ত্ত দেশে একটি নুতন রাজ্য স্থাপন করিয়াছিলেন। রুদ্রদমের বংশধর ও স্থলাভিষিক্তগণ ৩১ শকান্স (৩৮৮ খৃঃ অঃ ) পর্যন্ত সৌরাষ্ট্রদেশ অধিকার করিয়াছিলেন । মতাক্ষত্রপ সত্যসিংহের পুল্ল ৩১৩ শকাব্দে স্বনামে রক্ততমুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । ৯০ গোপ্তান্ধ হইতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সৌরাষ্ট্রের শকরাজগণের অনুকরণে নিজনামে রৌপ্য মুদ্রা মুদ্রাঙ্কন আরম্ভ করেন । ইহা হইতে অনুমান হয় যে, ৩১০ শকাব্দে ও ৯০ গেীপ্তাদের ( ৩৮৮ হইতে ৪০৯ খৃষ্টাব্দের ) মধ্যবৰ্ত্তী সময়ে মহাক্ষত্রপ রুদ্রসিংহের অধিকার গুপ্তসাম্রাজ্যভুক্ত হইয়াছিল ১ ” (১) বাঙ্গালার ইতিহাস ১ম ভাগ, পূ: ৫১-৫২ ।