সপ্তম পরিচ্ছেদ । \లి) দ্বিতীয় চন্দ্রগুপ্তের পাঁচ প্রকার সুবর্ণ মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্র দ্বিবিধ । ইহার প্রথম বিভাগে চারিটি উপবিভাগ আছে । এই বিভাগের মুদ্রায় একদিকে বামহস্তে ধনু ও দক্ষিণ হস্তে শরধারী রাজ মূৰ্ত্তি আছে এবং ইহার চারিদিকে “দেবত্র মহারাজাধিরাজ শ্ৰীচন্দ্রগুপ্ত:লিখিত আছে। দ্বিতীয় দিকে সিংহাসনে উপবিষ্ট লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে এবং তাছার দক্ষিণ পাশ্বে “ঐবিক্রম” লিখিত আছে ১ । প্রথম দিকে অক্ষরের উপর অক্ষর সাজাইয়। “চন্দ্র” লিখিত আছে। প্রথম উপবিভাগে । ‘ধতু গুণ রাজার দেহের দিকে আছে এবং রাজদেহ ও গুণের মধ্যে 3. লিখিত আছে ২ । দ্বিতীয় উপবিভাগে ধনু ও গুণের মধ্যে “চন্দ্র” লিখিত আছে ৩ । তৃতীয় উপবিভাগে ধতু রাজদেহের দিকে এবং গুণ র্তাহার বিপরীত দিকে আছে, ইহাতে ধনুর দক্ষিণ দিকে রাজার নাম আছে । চতুর্থ উপবিভাগের মুদ্রা প্রথম উপবিভাগের দ্যায়, কেবল ইহার অপর দিকে লক্ষ্মীদেবী সামান্ত আসনে উপবিষ্ট আছেন ৫ । এই জাতীয় দ্বিতীয় বিভাগের মুদ্রাতেও চারিটি উপবিভাগ আছে। প্রথম উপবিভাগের মুদ্রায় রাজা ভূপৃষ্ঠস্থিত তৃণ হইতে শর গ্রহণ করিতেছেন এবং অপর দিকে লক্ষ্মীদেবী পদ্মাসনে উপবিষ্ট আছেন ৬। দ্বিতীয় উপবিভাগের মুদ্র প্রথম বিভাগের প্রথম উপবিভাগের মুদ্রার দ্যায়, ইহাতে লক্ষ্মীদেবী সিংহাসনের (2) Allan, B. M. C., p. 24. , (*} ibid, Nos, 63--64. to, Ibid, p. 25, Nos. 65-66. (*) Ibiú, Nos. 67-68. (*) ibid, p. 26, No. 69. (*) ibid, pp. 26-27, No. 7o.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।