সপ্তম পরিচ্ছেদ । ১৩৫ ঐচন্দ্রগুপ্ত:" লিখিত আছে ১ এবং দ্বিতীয় দিকে দক্ষিণদিকে ধাবমান সিংহপৃষ্ঠে আসীন দেবীমূৰ্ত্তি আছে ও তাহার দক্ষিণদিকে “সিংহ বিক্রমঃ” লিখিত আছে। চতুর্থ বিভাগের মুদ্রায় একদিকে অসিহস্তে রাজমুৰ্ত্তি ও পলায়নপর সিংহমূৰ্ত্তি এবং অপরদিকে উপবিষ্ট সিংহপৃষ্ঠে আসীন দেবীমূৰ্ত্তি আছে । পঞ্চম প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজমূৰ্ত্তি ও অপরদিকে পদ্মবনে উপবিষ্ট দেবীমূৰ্ত্তি আছে। প্রথমদিকে “পরম ভাগবত মহারাজাধিরাজ শ্ৰীচন্দ্রগুপ্তঃ” ও দ্বিতীয়দিকে “অজিত বিক্রমঃ” লিখিত আছে ৩ । দ্বিতীয় চন্দ্রগুপ্তের রজতযুদ্রাসমূহ সৌরাষ্ট্রের নবজিত প্রদেশে প্রচলনের জন্য মুদ্রিত হইয়াছিল। পরবর্তী পরিচ্ছেদে সৌরাষ্ট্রের ভিন্ন ভিন্ন শতাব্দীর মুদ্রার সহিত ইহার বিবরণ প্রদত্ত হইবে। তাহার নয় প্রকারের তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে রাজার মস্তক ও অপরদিকে গরুড়ের মুক্তি এবং তন্নিয়ে “মহারাজ চন্দ্রগুপ্তঃ” লিখিত আছে ৪ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় দুইটি বিভাগ আছে। প্রথম বিভাগের মুদ্রায় একদিকে অগ্নিকুণ্ডের সম্মুখে দণ্ডায়মান রাজমূৰ্ত্তি ও তাহার পশ্চাতে ছত্রধারিগণের মূৰ্ত্তি এবং অপরদিকে পক্ষ ও বাহুবিশিষ্ট গরুড়ের মূৰ্ত্তি আছে। গরুড়মূৰ্ত্তির নিয়ে “মহারাজ শ্ৰীচন্দ্রগুপ্ত:" লিখিত আছে দ্বিতীয় বিভাগের মুদ্রায় গরুড়ের পক্ষ {3} Numismatic Chronicle, 19 Io, p. 406. {x} Alian ; ß. M. €., p. 45. (o) Ibid, pp. 45-49, Nos. 121-32 : 1. M, C., Vol. I, pp. 1o7-- o8. Nos. 37-41, (s) Allan, B. M. C., p. 52, No. 141. (*) ibid., pp. 52-53, Nos. 142-143 ; I. M. C., Vol. I, p. 1o9. No. 58. c
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।