সপ্তম পরিচ্ছেদ । లa কুমারগুপ্ত পিতার মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন ।” *প্রথম কুমারগুপ্তের রাজ্যকালের শেষ ভাগে গুপ্ত সাম্রাজ্য পরাক্রান্ত পুগুমিত্রীয় ও হ্ৰণজাতি কর্তৃক আক্রান্ত হইয়াছিল। পুগুমিত্রীয়দিগের সহিত যুদ্ধে সম্রাটের সেনা পরাজিত হইলে যুবরাজ ভট্টারক স্কন্দগুপ্ত বহু কষ্টে তাহাদিগকে পরাস্ত করিয়াছিলেন। মধ্যএসিয়াবাসী হণজাতি এই সময়ে তাহাদিগের মরুবাস পরিত্যাগ করিয়া প্রতীচ্যে রোমক সাম্রাজ্য ও প্রাচ্যে গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করিয়াছিল এবং খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যভাগে গুপ্তবংশীয় সম্রাটগণ প্রতিনিয়ত বৰ্ব্বরজাতির আক্রমণে অতিশয় বিপন্ন হইয়া পড়িয়াছিলেন । ১৩১ হইতে ১৩৬ গোপ্তাদের ( ৪৫০-৪৫৫ খৃষ্টাব্দের ) মধ্যে কোন সময়ে মহারাজাধিরাজ প্রথম কুমারগুপ্তের মৃত্যু হইয়াছিল। কুমারগুপ্তের একাধিক বিবাহ ছিল এবং তাহার সুবর্ণমুদ্রায় রাজমূৰ্ত্তির সহিত দুইজন পট্টমহিষীর মুক্তি দেখিতে পাওয়া যায় । ইহা হইতে প্রত্ন-তত্ত্ববিদগণ অনুমান করেন যে, কুমারগুপ্ত বৃদ্ধ বয়সে কোন তরুণীর পাণিগ্রহণ করিয়া তাহার আগ্রহাতিশয্যে প্রথম পট্টমহিমীর জীবনকালেই নববিবাক্তিতা মহাদেবীকে পৰ্টুমহাদেবীরূপে গ্রহণ করিতে বাধা হইয়াছিলেন ।” কুমারগুপ্তের নয় প্রকার সুবর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় সাতটি উপবিভাগ আছে। প্রথম উপবিভাগের মুদ্রার একদিকে ধনুৰ্ব্বাণ-হস্তে রাজমূৰ্ত্তি ও অপরদিকে পদ্মাসনে উপবিষ্ট পাশহস্তী দেবীমূৰ্ত্তি আছে। প্রথমদিকে রাজার বাম হস্তের নিয়ে “কু” ও রাজমুক্তির চতুর্দিকে উপগীতি ছন্দে– ASA SSASAS SSAAAASA SAASAASSAAAAA AAAA AAAA AAAASHAAASAASAASAASAASAASAAAS (১) বাঙ্গালার ইতিহাস, প্রখম ভাগ, পৃঃ ৫৩। (২) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ৫৮৫৯ ।
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।