সপ্তম পরিচ্ছেদ । $న్స “গামবজিত্য সুচরিতৈ: কুমারগুপ্তো দিবং জয়তি ।” এবং রাজার দক্ষিণদিকে “কু” ও মুদ্রার অপরদিকে “শ্ৰীকুমারগুপ্তঃ” লিখিত আছে ১ । তৃতীয় প্রকারের মুদ্রার একদিকে যজ্ঞযুপে মুসজ্জিত অশ্বমেধের অশ্ব ও অপরদিকে চামর হস্তে প্রধান মহিষীর মূৰ্ত্তি আছে ২ । অশ্বের চতুর্দিকে যে লিপি আছে তাহা অদ্যাপি পঠিত হয় নাই। একটি মুদ্রায় “জয়তিদিবং কুমার” ৩ ও আর একটি মুদ্রায় অশ্বের নিম্নে “অশ্বমেধ” দেখিতে পাওয়া যায় ৪ । দ্বিতীয়দিকে “শ্ৰীঅশ্বমেধ মহেশ্র” লিথিত আছে। এই মূদ্র ব্যতীত প্রথম কুমারগুপ্ত কর্তৃক অশ্বমেধযজ্ঞ অনুষ্ঠানের অপর কোন প্রমাণ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । চতুর্থ প্রকারের মুদ্রায় দুইটি বিভাগ আছে । প্রথম উপবিভাগের মুদ্রায় এক দিকে অশ্বপৃষ্ঠে রাজমূৰ্ত্তি আছে, রাজা দক্ষিণদিকে গমন করিতেছেন এবং রাজমৃত্ত্বির চতুৰ্দ্ধিকে “পৃথিবীতলং. দিবং জয়ন্ত্যজিতঃ” লিখিত আছে । অদ্যাবধি এই লিপির সম্পূর্ণ পাঠোদ্ধার হয় নাই। দ্বিতীয়দিকে উচ্চাসনে উপবিষ্ট লক্ষ্মীদেবীর মুক্তি এবং তাহার দক্ষিণ পাশ্বে “অজিতমহেন্দ্রঃ” লিখিত আছে । লক্ষ্মীদেবী দক্ষিণ হস্তে সনালোৎপল ধারণ করিয়া আছেন ৫ । দ্বিতীয় উপবিভাগের মুদ্রায় লক্ষ্মীদেবীর দক্ষিণ হস্তে পাশ ও বাম হস্তে সনালোৎপল আছে। এই উপবিভাগে প্রথমদিকে রাজমুষ্ট্রির চারিপাশ্বে উপগীতি ছন্দে– (») Ibid, pp. 67-68, Nos. 2o1-o2. (R) lbid, p. 68, (9) Ibid, No. 203. (8) Ibid, p. 69. (*) Ibid, p. 69, No. 204.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।