সপ্তম পরিচ্ছেদ । 8 “সাক্ষাদিব নরসিংহে সিংহ মহেন্দ্রো জয়তানিশং” লিখিত আছে। দ্বিতীয় দিকে উপবিষ্ট সিংহপুষ্ঠে আসীন অম্বিকাদেবীর মূৰ্ত্তি আছে এবং তাহার পার্থে “শ্ৰীমহেন্দ্র সিংহঃ” লিখিত আছে ১ । দ্বিতীয় বিভাগের মুদ্রায় অশ্বারোহীর চতুর্দিকে উপগীতিচ্ছন্দে “ক্ষিতিপতিরঞ্জিত মহেন্দ্রঃ কুমারগুপ্তো দিবং জয়তি” লিখিত আছে ২ । তৃতীয় বিভাগের মুদ্রায় উপগীতিচ্ছন্দে “কুমার গুপ্তে বিজয়ী সিংহমহেন্দ্রে। দিবং জয়তি” লিথিত আছে এবং দ্বিতীয় দিকে “সিংহমহেন্দ্রঃ’ লিখিত আছে ও । চতুর্থ বিভাগের মুদ্রায় বংশস্থবিলচ্ছন্দে “কুমার গুপ্তে যুধিসিংহবিক্রম;" লিথিত আছে ৪ । পঞ্চম বিভাগের মুদ্রায় ইহার পরিবর্তে কুমারগুপ্তো যুধি । সিংহ বিক্রমঃ লিখিত আছে ৫ । ষষ্ঠ প্রকারের মুদ্রায় একদিকে মৃত ব্যান্ত্রের উপরে দণ্ডায়মান রাজমুক্তি আছে। রাজা আর একটি ব্যান্ত্রের প্রতি শর (2) Ibid, pp. 77-78, Nos. 231-35, (R) Ibid, pp. 78-79, Nos. 226-27. to) Ibid, p. 79, Nos. 238-39. (8) Ibid, p. 8o, Nos. 24o-4 1. (*) Ibid, p. 81, No. 242.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।