>8ミ প্রাচীন মুদ্রা। নিক্ষেপ করিতেছেন। রাজমূৰ্ত্তির চতুর্দিকে “শ্ৰীমাং ব্যাঘ্রবল পরাক্রমঃ” লিখিত আছে। দ্বিতীয় দিকে লক্ষ্মীদেবী পদ্মবনে দাড়াইয়া একটি ময়ূরকে ভোজন করাইতেছেন এবং তাহার পাশ্বে “কুমারগুপ্তোধিরাজা” লিখিত আছে ১ । এই প্রকারের মুদ্রায় দুইটি বিভাগ আছে। প্রথম বিভাগের মুদ্রায় প্রথমদিকে রাজার নামের আদ্যক্ষর নাই ২ ; কিন্তু দ্বিতীয় বিভাগের মুদ্রায় রাজার বাম হস্তের নিয়ে “কু” লিখিত আছে৩ । সপ্তম প্রকারের মুদ্রায় একদিকে রাজা দাড়াইয়া একটি ময়ূরকে ভোজন করাইতেছেন, রাজমূৰ্ত্তির চারিদিকে “জয়তিস্বভূমে গুণরাশি. মহেন্দ্রকুমার:” লিখিত আছে। দ্বিতীয় দিকে পরবণি নামক ময়ূরপৃষ্ঠে শক্তিহস্ত কাৰ্বিকেল্পের মূৰ্ত্তি আছে ৪ । অষ্টম প্রকারের মুদ্রায় একদিকে রাজা দুইটি রমণীমূৰ্ত্তির মধ্যে দাড়াইয়া আছেন, রাজমূৰ্ত্তির একপাশ্বে “কুমার” ও অপর পাশ্বে “গুপ্তঃ” লিখিত আছে। দ্বিতীয় দিকে পদ্মাসনা পদ্মহস্ত লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে এবং তাহার দক্ষিণ পাশ্বে “শ্ৰীপ্ৰতাপঃ” লিখিত আছে * । নবম প্রকারের মুদ্রায় একদিকে হস্তিপুষ্ঠে রাজা ও তাঙ্কার পশ্চাতে একজন ছত্রধর উপবিষ্ট আছে এবং দ্বিতীয়দিকে পদ্মের উপরে দণ্ডায়মান সনালোৎপল ও ঘটহস্তা লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে ৬ । এইজাতীয় একটি মাত্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে, ইচ্ছার কোনদিকের লিপি অদ্যাবধি পঠিত হয় নাই। ইহা হুগলীজেলায় {5} Ibid, p. 18. (&} ìbíd, N 0. 243. (s) Ibid, pp. 82–83, Nos. 244--47 ; I, A1. C., Vol. 1, p. i f4, No 36, (8) Ailan, B. M. C., pp. 84-86, Nos, 248-56. (*) Ibid, p. 88. - (w) ibid, p. 88,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।