>8b" প্রাচীন মুদ্র । লক্ষ্মীদেবীর দক্ষিণ পার্থে “ক্রমাদিত্যঃ” লিখিত্ত আছে১ । দ্বিতীয় বিভাগের মুদ্রায় প্রথম দিকে রাজার বামহস্তের নিয়ে “কু”, পদদ্বয়ের মধ্যে "গো" ও চতুর্দিকে “মহারাজাধিরাজ শ্ৰীকুমারগুপ্ত ক্রমাদিত্যঃ” লিখিত আছে এবং দ্বিতীয় দিকে “ঐক্রমাদিত্যঃ” লিখিত আছে২ । তৃতীয় চন্দ্রগুপ্ত দ্বাদশাদিত্য, বিষ্ণুগুপ্ত চন্দ্রাদিত্য ও জয় গুপ্ত প্রকাগুযশাঃ নামক রাজত্ৰয়ের মুদ্রা দেখিলে তাহাদিগকে গুপ্তবংশোদ্ভব বলিয়া অনুমান হয় । কিন্তু অদ্যাবধি কোন খোদিত-লিপিতে র্তাহাদিগের উল্লেখ আবিষ্কৃত না হওয়ায় গুপ্তরাজবংশের সঠিত তাহাদিগের সম্বন্ধ অদ্যাবধি নির্ণীত হয় নাই । সম্ভবতঃ ইহার দ্বিতীয় কুমার গুপ্তের বংশধর । ১৭৮৩ খৃষ্টাব্দে কলিকাতার নিকটস্থিত কালীঘাটে তৃতীয় চন্দ্রগুপ্ত ও বিষ্ণুগুপ্তের বহুমুদ্রা আবিষ্কৃত হইয়াছিলঃ । এই তিন জন রাজার মুদ্রার একদিকে ধনুৰ্ব্বাণ হস্তে রাজমূৰ্ত্তি ও অপরদিকে পদ্মাসনা পদ্মহস্ত লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে । তৃতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় রাজার বামহস্তের নিম্নে “চন্দ্র”, পদদ্বয়ের মধ্যে "ভা" ও চতুদিকে “দ্বাদশাদিতা" লিখিত আছে। দ্বিতীয় দিকে “শ্রদ্বাদশাদিত্যঃ” লিখিত আছে । বিষ্ণু গুপ্তের মুদ্রায় রাজার বাম হস্তের নিয়ে “বিষ্ণু", পদদ্বয়ের মধ্যে “রু" ও লক্ষ্মীদেবীর দক্ষিণদিকে “শ্ৰীচন্দ্রাদিতাঃ” লিখিত আছে । জয়গুপ্তের মুদ্রায় রাজার বামহস্তের , (s) Allan, B. M. C., p. 140, Nos. 570-71 ; 1. M. C., Vol. I, p. 1 zo, Nos, 1-2. (?) Allan, B. M. C., pp. 141-43, No5, 572-87. (৬) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পূঃ ৭১। মুদ্র-তত্ত্ববিদ পণ্ডিতগ্রবর খ্ৰীযুক্ত জন জালাল অনুমান করেন যে, তৃতীয় চন্দ্রগুপ্ত ও প্রকাশাদিত্য সম্ভবতঃ স্কশাগুপ্তের বংশজাত এবং বিষ্ণুগুপ্ত দ্বিতীয় কুমারগুপ্তের বংশজাত। (3) Allan, B. M. C., pp. cxxiv.–cxxv. (e) Ibid, p. 144. Nos. 588-90. (9) Ibid, pp. 145-46, Nos. 591-6o5.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।